টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২ আগস্ট ২০১৭

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


সিঁদুর (বা সিন্দূর), একপ্রকার রঞ্জক পদার্থ যা সাধারণত মেয়েদের সিঁথিতে একপ্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টীকা বা কপালে টিপের আকারে ব্যবহৃত হয়। হিন্দুধর্মে সিঁদুর বিবাহিত নারীর প্রতীক- অবিবাহিতরা সিঁথিতে সিঁদুর পরে না, কপালে সিঁদুরের টিপ পরে। ছবিটি তুলেছেন মাসুম-আল-হাসান। যা উইকিমিডিয়া কমন্সে সিসি-বাই-এসএ ৩.০ লাইসেন্সের আওতায় প্রকাশিত।