টেমপ্লেট:আজকের নির্বাচিত ছবি/২৫ মার্চ ২০২৩
অবয়ব
অন্তর্মুখী মিলিপিড (ডিপ্লোপোডা)। বাম দিকের প্রাণীটি জুলাসের একটি প্রজাতির সদস্য, এর শরীর শক্ত, ইন্টারলকিং, স্লাইডিং অংশের সমন্বয়ে গঠিত। ডান দিকেরটি পলিডেসমাসের একটি প্রজাতির সদস্য; এটির পিঠে প্রতিটি অংশে এক জোড়া প্রতিরক্ষামূলক গ্রন্থি রয়েছে। স্ক্যানিং ইলেকট্রন মাইক্রোস্কোপের মাধ্যমে ৭০ গুণ বর্ধন করে ছবিটি তোলা হয়েছে এবং এটি অ্যাডোব ফটোশপে রঙিন করা হয়েছে।