টুয়েলে ট্রান্সক্রিপ্ট-বুলেটিন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টুয়েলে ট্রান্সক্রিপ্ট-বুলেটিন একটি দ্বি-সাপ্তাহিক (মঙ্গলবার এবং বৃহস্পতিবার) পত্রিকা। মূলত টুয়েলি ট্রান্সক্রিপ্ট নামে পরিচিত এই কাগজটি ১৮৯৮ সালে স্কটিশ কৃষক ও কবি জেমস ডান কিনেছিলেন $ ২০ ডলারের বিনিময়ে। এটি বহু প্রজন্ম ধরে ডান পরিবারের হাতে রয়েছে। ১৯২৩ সালে, কাগজটি টুয়েলে বুলেটিন প্রতিদ্বন্দ্বীকে কিনে নেয় এবং ট্রান্সক্রিপ্ট-বুলেটিন নামে প্রকাশ করা শুরু করে। [১] পত্রিকাটি বছরের পর বছর ধরে সম্পাদকীয় উৎকর্ষতার জন্য পুরস্কার জিতেছে এবং সোসাইটি অব প্রফেশনাল জার্নালিস্ট, উটাহ কর্তৃক ২০০৭, ২০০৯ এবং ২০১০ সালে সেরা অ-দৈনিক পত্রিকা হিসাবে খ্যাতি লাভ করেছে। [২]

সংবাদপত্রটির মূল সংস্থা, ট্রান্সক্রিপ্ট বুলেটিন পাবলিশিং হ'ল একটি মুদ্রণ, প্রকাশনা এবং ডিজাইন এন্টারপ্রাইজ, যা পুরো মার্কিন যুক্তরাষ্ট্রের গ্রাহকদের পরিষেবা দেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

 

বহিঃসংযোগ[সম্পাদনা]