টিয়ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টিয়ক যোরহাট জেলার একটি ছোট শহর যা জেলাসদর যোরহাট থেকে প্রায় ২৫ কি.মি. দূর ।

ভৌগোলিক বিবরণ[সম্পাদনা]

টিয়ক ২৬°৩০′ উত্তর ৯৪°১৫′ পূর্ব / ২৬.৫০° উত্তর ৯৪.২৫° পূর্ব / 26.50; 94.25-এ অবস্থিত।[১]

পরিবহন ব্যবস্থা[সম্পাদনা]

জাতীয় মহাসড়ক ৩৭ টিয়ক শহর দিয়ে আসামের অন্য়ান্য় অংশের সঙ্গে সংযুক্ত হয়। যোরহাট বিমানবন্দর এই শহরটির নিকটতম শহর।

শিক্ষা ব্যবস্থা[সম্পাদনা]

বিদ্যালয়সমূহ
  • জ্যোতি বিদ্যাপীঠ, টিয়ক
  • টিয়ক বালক উচ্চ বিদ্যালয়
  • হোলি ফ্লাওয়ার হাইস্কুল
  • টিয়ক বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
  • শিক্ষানিধি (একটি টিউটোরিয়াল হোম ) মিধাখাত তিনালি, টিয়ক
কলেজসমূহ
  • চন্দ্ৰ কমল বেজবৰুয়া মহাবিদ্যালয়, টিয়ক
  • টিয়ক কনিষ্ঠ মহাবিদ্যালয়

রাজনীতি[সম্পাদনা]

টিয়ক যোরহাট (লোকসভা কেন্দ্র)-এর একটি অংশ।

তথ্যসূত্র[সম্পাদনা]