টাই শেরিডান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
টাই শেরিডান
Tye Sheridan
টাই শেরিডান (২০১৯)
জন্ম
টাই কাইল শেরিডান
Tye Kayle Sheridan

(1996-11-11) নভেম্বর ১১, ১৯৯৬ (বয়স ২৭)
পেশাঅভিনয়শিল্পী
কর্মজীবন২০১১–বর্তমান

টাই কাইল শেরিডান (ইংরেজি: Tye Kayle Sheridan, জন্ম নভেম্বর ১১, ১৯৯৬) একজন আমেরিকান অভিনেতা। তিনি এক্স-মেন: অ্যাপোকলিপ্স (২০১৬) এবং এক্স-মেন: ডার্ক ফিনিক্স (২০১৯)-এ স্কট সামারস/সাইক্লপস চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। পাশাপাশি বেন গৌডি স্কাউটস গাইড টু দ্য জম্বি অ্যাপোক্যালিপস (২০১৫) এবং ওয়েড ওয়াটস রেডি প্লেয়ার ওয়ান (২০১৮)। শেরিডান টেরেন্স ম্যালিকের পরীক্ষামূলক নাটক ফিল্ম দ্য ট্রি অফ লাইফ (২০১১) এর মাধ্যমে তার ফিচার ফিল্মে আত্মপ্রকাশ করেন এবং জেফ নিকোলসের চলচ্চিত্র মাড (২০১২) এ তার প্রথম প্রধান ভূমিকা ছিল। এছাড়াও তিনি ডেভিড গর্ডন গ্রীনের নাটক জো (২০১৩) এবং পিরিয়ড থ্রিলার দ্য স্ট্যানফোর্ড প্রিজন এক্সপেরিমেন্ট (২০১৫) এ সহ-অভিনয় করেছেন। ২০২০ সালে, তিনি ভিজ্যুয়াল ইফেক্ট শিল্পী নিকোলা টোডোরোভিচের সাথে এআই প্রোডাকশন টুল কোম্পানি ওয়ান্ডার ডায়নামিক্সের সহ-প্রতিষ্ঠা করেন।[১][২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Tye Sheridan" (ইংরেজি ভাষায়)। Forbes। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭ 
  2. "Tye Sheridan News & Biography" (ইংরেজি ভাষায়)। Empire। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭ 
  3. "Tye Sheridan Biography & Movies" (ইংরেজি ভাষায়)। Tribute.ca। ২০২০-০১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১০-০৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]