বিষয়বস্তুতে চলুন

টমাস রিচার্ডসন (হার্টলপুলের সংসদ সদস্য, জন্ম ১৮৪৬)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৯৫ সালে রিচার্ডসন

স্যার টমাস রিচার্ডসন (২৮ ডিসেম্বর ১৮৪৬ - ২২ মে ১৯০৬) [] একজন ইংরেজ লিবারেল ইউনিয়নিস্ট রাজনীতিবিদ ছিলেন।

রিচার্ডসন ১৮৯২ সালের সাধারণ নির্বাচনে দ্য হার্টলপুলে পার্লামেন্টের জন্য ব্যর্থ হয়ে দাঁড়ান, বসা লিবারেল পার্টির সদস্য ক্রিস্টোফার ফার্নেসের কাছে ৭৬ ভোটের (মোট ১%-এর কম) ব্যবধানে হেরে যান।[] ১৮৯৫ সালের সাধারণ নির্বাচনে তিনি ৮১ ভোটের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আসনটি জয়ী হন, কিন্তু পরবর্তী সাধারণ নির্বাচনে, অক্টোবর ১৯০০-এ, ফারনেস বিপুল সংখ্যাগরিষ্ঠতার সাথে আসনটি পুনরুদ্ধার করেন।[] রিচার্ডসন আর দাঁড়াননি।

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]