বিষয়বস্তুতে চলুন

টমাস এডওয়ার্ড এলিস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টমাস এডওয়ার্ড এলিস (১৬ ফেব্রুয়ারি ১৮৫৯ – ৫ এপ্রিল ১৮৯৯), প্রায়ই টিই এলিস বা টম এলিস নামে পরিচিত, একজন ওয়েলশ রাজনীতিবিদ ছিলেন যিনি Cymru Fydd- এর নেতা ছিলেন, একটি আন্দোলন যার লক্ষ্য ছিল ওয়েলসের স্বদেশ শাসন লাভ করা। এলিস, কিছু সময়ের জন্য, ১৮৮৬ সালের পর ওয়েলসে আবির্ভূত লিবারেল রাজনীতিবিদদের একটি প্রজন্মের মধ্যে সবচেয়ে বিশিষ্ট ছিলেন, যারা তাদের রাজনীতিতে একটি ওয়েলশ মাত্রার জন্য আগের প্রজন্মের চেয়ে বেশি জোর দিয়েছিলেন। ১৮৯৯ সালে ৪০ বছর বয়সে তার প্রাথমিক মৃত্যু তার নামের চারপাশে আভাকে যুক্ত করেছিল।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Morgan 1981, পৃ. 33।

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]