বিষয়বস্তুতে চলুন

টবি বার্গার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টবি বার্গার একজন মার্কিন ইনফর্মেশন থিওরিস্ট।

জীবনী

[সম্পাদনা]

বার্গার ইয়েল বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশলে ১৯৬২ সালে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন।[] তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে ১৯৬৮ সালে ডক্টরাল ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৬৮ থেকে ২০০৫ সাল পর্যন্ত কর্নেল ইউনিভার্সিটি তে শিক্ষকতা করেন। তিনি ২০০২ সালে ক্লদ ই শ্যানন অ্যাওয়ার্ড এবং ২০১১ সালে আইইইই রিচার্ড ডব্লিউ হ্যামিং মেডেল লাভ করেন।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. ""Jewish Recipients of the IEEE Claude E. Shannon Award in Information Theory"."Jinfo.org.। ১০ এপ্রিল ২০১৯।