জ্যাকি কুপার
জ্যাকি কুপার | |
---|---|
Jackie Cooper | |
১৯৫৬ সালে কুপার | |
জন্ম | জন কুপার জুনিয়র ১৫ সেপ্টেম্বর ১৯২২ |
মৃত্যু | ৩ মে ২০১১ সান্তা মনিকা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স ৮৮)
সমাধি | আর্লিংটন ন্যাশনাল সিমেট্রি |
পেশা | অভিনেতা, পরিচালক, প্রযোজক, নির্বাহী |
কর্মজীবন | ১৯২৯–১৯৯০ |
দাম্পত্য সঙ্গী | জুন হর্ন (বি. ১৯৪৪; বিচ্ছেদ. ১৯৪৯) হিল্ডি পার্কস (বি. ১৯৫০; বিচ্ছেদ. ১৯৫১) বারবারা রাই ক্রাউস (বি. ১৯৫৪; মৃ. ২০০৯) |
সন্তান | ৪ |
জন "জ্যাকি" কুপার জুনিয়র (ইংরেজি: John Cooper, Jr.; ১৫ই সেপ্টেম্বর ১৯২২ - ৩রা মে ২০১১) ছিলেন একজন মার্কিন অভিনেতা, টেলিভিশন পরিচালক, প্রযোজক ও নির্বাহী। তিনি শিশু অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি প্রথম শিশুশিল্পী যিনি একাডেমি পুরস্কারের মনোনয়ন লাভ করেন।[১] নয় বছর বয়সে স্কিপি (১৯৩১) চলচ্চিত্রে অভিনয় করে সর্বকনিষ্ঠ অভিনয়শিল্পী হিসেবে শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হন।[২] প্রায় ৫০ বছর তিনি যেকোন বিভাগে সর্বকনিষ্ঠ মনোনীত ছিলেন, পরবর্তীতে ১৯৭৯ সালে ক্রেমার ভার্সাস ক্রেমার চলচ্চিত্রের জন্য আট বছর বয়সী জাস্টিন হেনরি শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কারে মনোনীত হয়ে তাকে ছাড়িয়ে যান।
প্রারম্ভিক জীবন[সম্পাদনা]
জন কুপার জুনিয়র[৩] ১৯২২ সালের ১৫ই সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জলেসে জন্মগ্রহণ করেন। তার যখন দুই বছর বয়স তার পিতা জন কুপার পরিবার ছেড়ে চলে যান। তার মাতা ম্যাবেল লিওনার্ড বিগলো (প্রদত্ত নাম: পোলিতো) ছিলেন মঞ্চের পিয়ানোবাদক।[৪] কুপারের মামা জ্যাক লিওনার্ড ছিলেন চিত্রনাট্যকার। তার খালা জুলি লিওনার্ড ছিলেন একজন অভিনেত্রী, তিনি পরিচালক নরমান তরগকে বিয়ে করেন। তার সৎপিতা সি.জে. বিগলো ছিলেন স্টুডিও প্রযোজনা ব্যবস্থাপক।[৫] তার মাতা ছিলেন ইতালীয় মার্কিন এবং তার বংশনাম "পোলিতো" থেকে পরিবর্তিত হয়ে "লিওনার্ড" রাখা হয়। পরিবার থেকে কুপারকে বলা হয় তার পিতা ইহুদি ছিলেন। তার পিতা পরিবার ছেড়ে যাওয়ার পর আর তাদের সাক্ষাৎ হয়নি।[৫][৬][৭]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ নোলে, শ্যারন। "Former Child Star Jackie Cooper Dies at Age 88" (ইংরেজি ভাষায়)। মুভিফোন। ২৭ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ "Jackie Cooper"। দ্য টেলিগ্রাফ (ইংরেজি ভাষায়)। ৫ মে ২০১১। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
- ↑ California Birth Index, 1905–1995. Center for Health Statistics, California Department of Health Services, Sacramento, California।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;NYTobit
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ ক খ কুপার, জ্যাকি (১৯৮২)। Please Don't Shoot My Dog (ইংরেজি ভাষায়)। Penguin Group। পৃষ্ঠা 9, 32, 40–42, 44, 54–61। আইএসবিএন 0-425-05306-7।
- ↑ হারমেৎজ, আলিয়েন (১৯৮৩)। Rolling Breaks and Other Movie Business (ইংরেজি ভাষায়)। Knopf। পৃষ্ঠা ১০৮। আইএসবিএন 978-0394528861।
- ↑ ম্যাটুস, ভিক্টোরিনো (২২ নভেম্বর ২০১১)। "Jackie Cooper, USN"। দ্য উয়িকলি স্ট্যান্ডার্ড (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩ মে ২০১৮।
বহিঃসংযোগ[সম্পাদনা]

- অলমুভিতে জ্যাকি কুপার
- ইন্টারনেট ব্রডওয়ে ডেটাবেজে জ্যাকি কুপার (ইংরেজি)
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জ্যাকি কুপার (ইংরেজি)
- টার্নার ক্লাসিক মুভিজ ডেটাবেজে জ্যাকি কুপার (ইংরেজি)
- ফাইন্ড এ গ্রেইভে জ্যাকি কুপার (ইংরেজি)
- ১৯২২-এ জন্ম
- ২০১১-এ মৃত্যু
- ২০শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ২১শ শতাব্দীর মার্কিন অভিনেতা
- ইতালীয় বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- ইহুদি বংশোদ্ভূত মার্কিন ব্যক্তি
- লস অ্যাঞ্জেলেসের অভিনেতা
- ক্যালিফোর্নিয়ায় রোগে মৃত্যু
- দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন নৌ কর্মকর্তা
- মার্কিন চলচ্চিত্র অভিনেতা
- মার্কিন টেলিভিশন অভিনেতা
- মার্কিন টেলিভিশন পরিচালক
- মার্কিন টেলিভিশন প্রযোজক
- মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ক্যাপ্টেন
- প্রাইমটাইম এমি পুরস্কার বিজয়ী
- মেট্রো-গোল্ডউইন-মেয়ারের চুক্তিবদ্ধ শিল্পী