বিষয়বস্তুতে চলুন

জোসেফ পোলচিনস্কি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জোসেফ পোলচিনস্কি
Joe Polchinski in Santa Barbara
জন্ম(১৯৫৪-০৫-১৬)১৬ মে ১৯৫৪
মৃত্যু (2018-02-02) ২ ফেব্রুয়ারি ২০১৮ (বয়স ৬)
সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে
পরিচিতির কারণD-branes
পুরস্কারDannie Heineman Prize for Mathematical Physics (২০০৭)
ডির‍্যাক পদক (২০০৮)
বৈজ্ঞানিক কর্মজীবন
প্রতিষ্ঠানসমূহইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা
স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন
ডক্টরাল উপদেষ্টাStanley Mandelstam

জোসেফ পোলচিনস্কি (১৬ মে, ১৯৫৪ - ২ ফেব্রুয়ারি, ২০১৮) ছিলেন একজন মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী।

জীবনী

[সম্পাদনা]

পোলচিনস্কি ১৯৫৪ সালের ১৬ মে নিউ ইয়র্কের হোয়াইট প্লেইনসে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৫ সালে ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে পদার্থবিজ্ঞানে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৮০ থেকে ১৯৮২ সাল পর্যন্ত স্ল্যাক ন্যাশনাল অ্যাক্সিলারেটর ল্যাবরেটরী এ এবং ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত হার্ভার্ড বিশ্ববিদ্যালয় এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কাজ করেন। তিনি ১৯৮৪ সালে ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অস্টিন এ পদার্থবিজ্ঞানের সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। তিনি ১৯৮৭ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯০ সালে অধ্যাপক পদে উন্নীত হন। তিনি ১৯৯২ সাল থেকে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার পদার্থবিজ্ঞানের অধ্যাপক হিসেবে কর্মরত। তিনি ১৯৯৭ সালে আমেরিকান ফিজিক্যাল সোসাইটির ফেলো, ২০০২ সালে আমেরিকান অ্যাকাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সেস এর ফেলো এবং ২০০৫ সালে ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর সদস্য নির্বাচিত হন। [][]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. http://www.kitp.ucsb.edu/joep/
  2. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ আগস্ট ২০১৪