জোনাথন ডানকান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বোম্বাইয়ের গভর্নর জোনাথন ডানকানের কোম্পানির স্টাইলের প্রতিকৃতি

জোনাথন ডানকান (১৫ মে, ১৭৫৬ - ১১ আগস্ট, ১৮১১) বোম্বের (বর্তমান মুম্বাই) গভর্নর ছিলেন। তিনি ২৭ ডিসেম্বর ১৭৯৫ থেকে ১৮১১ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত প্রায় ১৬ বছর এই দায়িত্বে ছিলেন।

তিনি ১৭৭২ সালে ভারতে আসেন এবং ১৭৮৮ সালে লর্ড কর্নওয়ালিস কর্তৃক বেনারসে সুপারিটেনডেন্ট হিসেবে নিয়োজিত হন যেখানে তিনি শিশুহত্যা দমনে ভূমিকা পালন করেন। ১৭৯৫ সালে তিনি তৎকালীন বোম্বের গভর্নর নিযুক্ত হন এবং মৃত্যুর আগে পর্যন্ত প্রায় ১৬ বছর এ দায়িত্ব পালন করেন।

১৭৯১ সালে তিনি বেনারসে হিন্দু আইন ও দর্শনশাস্ত্র বিষয়ে পড়াশোনার জন্য সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন। ১৯৫৮ সালে এটি বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় ও ১৯৭৪ সালে এর নামকরণ করা হয় 'সম্পূর্ণানন্দ সংস্কৃত বিশ্ববিদ্যালয়'।