জেফ বেজোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেফ বেজোস
Jeff Bezos at Amazon Spheres Grand Opening in Seattle - 2018 (39074799225) (cropped).jpg
Bezos at the ENCORE awards in 2010
জন্ম
জেফরি প্রেস্টন জর্গেনসেন

(1964-01-12) জানুয়ারি ১২, ১৯৬৪ (বয়স ৫৯)
নিউ মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্র
মাতৃশিক্ষায়তনপ্রিন্সটন বিশ্ববিদ্যালয় (ব্যাচেলর অব সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং)
পেশাআমাজন.কম এর চেয়ারম্যান এবং সিইও
দাম্পত্য সঙ্গীম্যাকেঞ্জি বেজোস (বি. ১৯৯৩)[১]
সন্তান

জেফরি প্রেস্টন জেফ বেজোস একজন মার্কিন ইন্টারনেট উদ্যোক্তা এবং বিনিয়োগকারী। তিনি একজন প্রযুক্তি উদ্যোক্তা যিনি ই-কমার্সের বৃদ্ধিতে মুখ্য ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্বে আমাজন.কম ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব এর বৃহত্তম খুচরা বিক্রেতায় পরিণত হয়। ২০১৩ সালে তিনি দ্য ওয়াশিংটন পোস্ট ক্রয় করেন।

জীবনী[সম্পাদনা]

বেজোস ১৯৬৪ সালের [৩] ১২ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞান এ ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি লাভ করেন। [৪]

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় প্রথম তিনি । ১৩১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক জেফের পরিবার। [৫]

বৈভব ও প্রতিপত্তি[সম্পাদনা]

২০১৯ সালে ফোর্বসের বিশ্বজোড়া কোটিপতি তালিকায় ১ম তিনি । ১৩১ বিলিয়ন মার্কিন ডলারের মালিক বেজোস পরিবার। [৫]

তথ্যসূত্র[সম্পাদনা]