বিষয়বস্তুতে চলুন

জেনিফার পোইস্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেনিফার পোইস্ত
ব্যক্তিগত তথ্য
জাতীয় দলমার্কিন যুক্তরাষ্ট্র
জন্ম (1989-03-14) ১৪ মার্চ ১৯৮৯ (বয়স ৩৫)
ক্রীড়া
দেশমার্কিন যুক্তরাষ্ট্র
ক্রীড়ামহিলা হুইলচেয়ার বাস্কেটবল
বিভাগমহিলা হুইলচেয়ার বাস্কেটবল
সাফল্য ও খেতাব
আঞ্চলিক ফাইনাল২০১৫ প্যারাপান আমেরিকান গেমস।
প্যারালিম্পিক ফাইনাল২০১২ গ্রীষ্মের প্যারালিম্পিক্স,
২০১৬ গ্রীষ্মের প্যারালিম্পিক্স

জেনিফার পোইস্ত (ইংরেজি: Jennifer Poist; জন্ম: ১৪ মার্চ ১৯৮৯) একজন মার্কিন হুইলচেয়ার বাস্কেটবল খেলোয়াড়।

প্রাথমিক জীবন[সম্পাদনা]

জেনিফার জন্মগ্রহণ করেন পেনসিলভেনিয়ার হ্যানোভারে।[১] তিনি পেনসিলভেনিয়ার ম্যাকশেরিস্টাউনে থাকতেন।[১] তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছিলেন।[১] তিনি অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের প্রতিবন্ধী রিসোর্স সেন্টারের মহিলাদের বাস্কেটবলের প্রধান কোচ হিসাবে কাজ করেছিলেন।[২]

খেলোয়াড় জীবন[সম্পাদনা]

২০১১ সালে ইউ২৫ হুইলচেয়ার বাস্কেটবল বিশ্ব চ্যাম্পিয়নশিপ, ২০১২ গ্রীষ্মকালীন প্যারালিম্পিক, ২০১৪ মহিলা ওয়ার্ল্ড হুইলচেয়ার বাস্কেটবল বাস্কেটবল চ্যাম্পিয়নশিপ এবং ২০১৫ প্যারাপান আমেরিকান গেমসে জেনিফার মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করেছিলেন। ২০১৬ গ্রীষ্মকালীন প্যারালিম্পিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে হুইলচেয়ার বাস্কেটবল দলের প্রতিনিধিত্ব করে তিনি একটি স্বর্ণপদক জয় করেছিলেন।[৩]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "JENNIFER POIST WHEELCHAIR BASKETBALL"teamusa.org 
  2. "Jenn Poist | Disability Resources"drc.arizona.edu। ২০২০-০৭-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭ 
  3. "Wheelchair Basketball United States of America"www.paralympic.org। সংগ্রহের তারিখ ২০২০-০৭-১৭