জেটস্টার
জেটস্টার এয়ারওয়েজের প্রোপ্রাইটারি লিমিটেড, যা জেটস্টার নামে পরিচিত, হচ্ছে একটি কম খরচের[১] একটি অস্ট্রেলিয়ান এয়ারলাইন্স৷ বিমান সংস্থাটির প্রধান কার্যালয় মেলবোর্ণ এ অবস্থিত৷কোম্পানীটি সম্পূর্ণভাবে কোয়ান্টাস এর একটি সাব- সিডিয়াডি৷ ভার্জিন ব্লু এর সাথে প্রতিযোগিতার উদ্দেশ্যে কোয়ান্টাস এ সাবসিডিয়ারি প্রতিষ্ঠা করে৷ আসলে জেটস্টার হচ্ছে কোয়ান্টাস এর বাজারে দুই ধরনের ব্রান্ডের একটি৷[১] কোয়ান্টাস এয়ারওয়েজ হচ্ছে সম্পূর্ণ প্রিমিয়াম সার্ভিস এবং জেটস্টার হচ্ছে কম খরচের সার্ভিস৷ অস্ট্রেলিয়াতে যত জন বিমানযাত্রী যাওয়া আসা করে থাকে, তাদের মধ্যে ৮.৫% যাত্রী জেটস্টার এয়ারওয়েজ বহন করে থাকে৷[২]
ইতিহাস
[সম্পাদনা]এয়ারলাইনটি ২০০৩ সালে কম খরচের একটি অভ্যন্তরীণ সাবসিডিয়ারি হিসাবে কোয়ান্টাস দ্বারা প্রতিষ্ঠিত হয়৷ পূর্বে ২০০১ সালের ২০ নভেম্বর কোয়ান্টাস ইমপালস এয়ারলাইন্স নামে একটি সাবসিডিয়ারি অধিগ্রহণ ও পরিচালনা করে৷ তখন এটি পরিচালিত হত কোয়ান্টাস লিংক ব্রান্ড নামের অধীনে৷ কিন্তু পরবর্তীতে অল্প খরচের একটি পরিবহন চালু করার সিদ্ধান্তের উপর ভিত্তি করে একে জেটস্টার ব্রান্ড নামের অধীনে পরিচালনা শুরু করে৷[৩]
অভ্যন্তরীণভাবে যাত্রী পরিবহন সেবা শুরু হয় ২০০৪ সালের ২৫ মে৷ প্রথম আন্তর্জাতিক ফ্লাইট পরিচালিত হয় ২০০৫ সালের ১ ডিসেম্বর৷ প্রথম ফ্লাইট পরিচালিত হয় নিউজিল্যান্ড এর ক্রিস্টচার্চে৷
প্রথমদিকে এয়ারলাইনটির প্রধান কার্যালয় অবস্থিত ছিলো মেলবোর্ন এর নিকটে অ্যাভালন এয়ারপোর্ট এর গ্রাউন্ড ফ্লোরে৷[৪][৫] ২০০৪ সালের মাঝামাঝি সময়ে অ্যাভালন এয়ারপোর্ট হতেই সংস্থাটির বিমানগুলো পরিচালনা করা হতো৷ কিন্তু পরে সংস্থাটির প্রধান কার্যালয় স্থানান্তর করে মেলবোর্ন এর সিবিডি-তে নেয়া হয়৷
গন্তব্যস্থলসমূহ
[সম্পাদনা]জেটস্টার ১৯ টি অভ্যন্তরীণ গন্তব্যস্থল এবং এশিয়া, উত্তর আমেরিকা ও ওশেনিয়ার ৭ টি দেশের ১৮ টি আন্তর্জাতিক গন্তব্যস্থলে এর বিমানসমূহ পরিচালনা করে থাকে৷ তবে কোম্পানিটি অস্ট্রেলিয়ার ক্যানবেরা আন্তর্জাতিক বিমান বন্দরে এর সার্ভিস প্রদান না করার জন্য অস্ট্রেলিয়ার রাজধানী শহরের নাগরিকগণ দ্বারা বিভিন্ন সময়ে সমালোচিত হয়েছে৷ উল্লেখ্য যে, ক্যানবেরা আন্তর্জাতিক বিমানবন্দরটি অস্ট্রেলিয়ার অন্যতম একটি ব্যস্ততম বিমানবন্দর৷
কোডশেয়ার চুক্তি
[সম্পাদনা]নিচের এয়ারলাইনগুলোর সাথে জেটস্টার এয়ারওয়েজ এর কোড শেয়ার চুক্তি বিদ্যমান রয়েছে:[৬]
- আমেরিকান এয়ারলাইন্স
- এমিরেটস
- জাপান এয়ারলাইন্স
- এলএটিএএম চিলি
- কোয়ান্টাস
পরিচালিত বিমানসমূহ
[সম্পাদনা]২০১৭ সালের মার্চ মাস অনুযায়ী জেটস্টার এয়ারওয়েজের পরিচালিত বিমানসমূহের তালিকা নিন্মরূপ:[৭]
এয়ারবাস এ৩২০-২০০, এয়ারবাস এ৩২০নিও, এয়ারবাস এ৩২১-২০০ এবং বোয়িং ৭৮৭-৮৷
ভ্রমণাবস্থায় সার্ভিসমূহ
[সম্পাদনা]সকল ধরনের অভ্যন্তরীণ রুটের ফ্লাইটের ক্ষেত্রে জেটস্টার বাই অন বোর্ড সিঙ্গেল ক্লাস সার্ভিস অফার করে থাকে৷[৮] এ ক্ষেত্রে যাত্রীরা তাদের পছন্দনীয় খাবার কিনে খেতে পারে৷ অপরদিকে আন্তর্জাতিক রুটের বোয়িং ৭৮৭ এ জেটস্টার দুই শ্রেণির সেবা প্রদান করে থাকে৷ এর একটি হল বিজনেস ক্লাস এবং অপরটি হল ইকোনমি ক্লাস৷
বিজনেস ক্লাস
[সম্পাদনা]জেটস্টার এয়ারওয়েজ এর বি ৭৮৭-৮ এয়ারক্রাফট-গুলোতে বিজনেস ক্লাস সেবা প্রদান করে থাকে৷ বিজনেস ক্লাস সেবাটি কোয়ান্টাস এর অভ্যন্তরীণ ফ্লাইট এর ক্ষেত্রে যে বিজনেস ক্লাস সেবা কিংবা কোয়ান্টাস এর আন্তর্জাতিক রুটের ফ্লাইট এর ক্ষেত্রে যে প্রিমিয়াম ইকোনমি ক্লাস সেবা, তার অনুরূপ৷ বিজনেস ক্লাস কেবিনের আসনবিন্যাস ২-৩-২ এবং এ কেবিনগুলোতে ২১ টি প্রিমিয়াম শ্রেণির আসন রয়েছে৷ বিজনেস ক্লাস কেবিনের যাত্রীদের জন্য সুস্বাদু খাবার ও সুপেয় পানীয় পরিবেশনের ব্যবস্থা রয়েছে৷ এছাড়া এ শ্রেণির যাত্রীদের জন্য ভ্রমণাবস্থায় বিনোদন এবং অতিরিক্ত ৩০ কেজি পর্যন্ত মালপত্র বহনের সুযোগ রয়েছে৷[৯]
ইকোনমি ক্লাস
[সম্পাদনা]ইকোনমি ক্লাস সেবার ক্ষেত্রে বিজনেস ক্লাস এর সকল সেবা প্রযোজ্য নয়৷ এক্ষেত্রে যাত্রীদেরকে খাবার ও পানীয় কিনে খেতে হয়৷ এছাড়াও অন্যান্য সুযোগ-সুবিধার ক্ষেত্রে ইকোনমি ক্লাসের যাত্রীরা বিজনেস ক্লাস যাত্রীদের হতে তুলনামূলকভাবে কম সুবিধা পেয়ে থাকে৷[১০]
ভ্রমণাবস্থায় বিনোদন
[সম্পাদনা]জেটস্টার এয়ারওয়েজের এর বিমানগুলোতে ভ্রমণকারী যাত্রীদের ভ্রমণাবস্থায় বিনোদনের উদ্দেশ্যে ম্যাগাজিন, অডিও-ভিডিও বিনোদনসহ নানা রকমের বিনোদনের ব্যবস্থা রয়েছে৷[১১]
উল্লেখ
[সম্পাদনা]- ↑ ক খ "Our Company"। Jetstar। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Qantas International's market share slips as capacity growth slows"। Theaustralian.com.au। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Flight Cutaways and technical art"। Web.archive.org। Archived from the original on ১৮ অক্টোবর ২০০৬। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Airline Jetstar to be based in Avalon"। smh.com.au। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Jetstar to fly from Avalon: report"। Theage.com.au। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Profile on Jetstar Airways"। centreforaviation.com। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Australian civil aircraft register search"। casa.gov.au। ২৮ আগস্ট ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "JetShop.Cafe" (পিডিএফ)। Jetstar Airways। ৮ নভেম্বর ২০১১ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Experience luxury: Jetstar Business Class"। jetstar.com। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Jetstar Airlines"। cleartrip.com। ১১ সেপ্টেম্বর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৩ মার্চ ২০১৭।
- ↑ "Technology"। jetstar.com। সংগ্রহের তারিখ 23March2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)