জেকরা আলোয়াচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জেকরা আলোয়াচ
ذكرى محمد جابر علوش العبايجي
বাগদাদের মেয়র
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২২ ফেব্রুয়ারি ২০১৫
পূর্বসূরীনাঈম আবুব আল-কাবি

ঠিকরা বা জেকরা মুহাম্মদ জাবের আলওয়াশ আল-আবেয়াছি (আরবি: ذكرى محمد جابر علوش العبايجي) হচ্ছেন বাগদাদের বর্তমান মেয়র যিনি ফেব্রুয়ারি ২০১৫ সাল থেকে দায়িত্ব পালন করছেন।[১][২] আলোয়াচ বাগদাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে প্রকৌশল বিভাগে ব্যাচেলর, বাগদাদ বিশ্ববিদ্যালয়ের নির্মাণ প্রকল্প ব্যবস্থাপনায় মাস্টার্স এবং বাগদাদ ইউনিভার্সিটি অব টেকনোলজি থেকে নির্মাণ প্রকল্পের ব্যবস্থাপনায় পিএইচডি ডিগ্রী লাভ করেন।[৩] তিনি নির্মাণ প্রকল্পের একজন প্রকৌশলী হিসেবে ১৯৯৩ সালে তার কর্মজীবন শুরু করেন এবং প্রশাসনিক দায়িত্বে কর্মরতা ছিলেন।

এরপর তিনি উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালিকা নিযুক্ত হন এবং অত্যন্ত দক্ষ টেকনোক্র্যাট হিসাবে গণ্য হন। আলোয়াচ সরাসরি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এর নিকট রিপোর্ট করেন এবং সরাসরি তার তত্বাবধানে কাজ করেন। একটি ইংরেজি ভাষার প্রকাশনায় আলোয়াচের একমাত্র সাক্ষাত্কারে আলোয়াচ যুদ্ধ-বিধ্বস্ত শহর শাসন করার চ্যালেঞ্জ, তার সফলতার ভর ও ইরাকের নারীর অধিকারের সংগ্রামের বিষয়ে কথা বলেন।[৪] মেজর জেনারেল আলী আরাজীর সাথে তার বিয়ে হয়।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Baghdad's First Female Mayor Takes Office"। Muftah। ১৭ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ ফেব্রুয়ারি ২০১৫ 
  2. "Baghdad set to get first female mayor"। Middle East Eye। সংগ্রহের তারিখ ২১ ফেব্রুয়ারি ২০১৫ 
  3. "السيرة الذاتية لامين/ امينة بغداد الجديد ذكرى علوش" (Arabic ভাষায়)। সংগ্রহের তারিখ ১৮ ফেব্রুয়ারি ২০১৫ 
  4. Baghdad’s Trailblazing Female Mayor Zekra Alwach Faces Tough Times Ahead ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৭ আগস্ট ২০১৭ তারিখে, Glammonitor.com, 2015-7-8
  5. "امينة بغداد وزوجها في فرنسا لاستلام هدية عصام الاسدي عن ماء الرصافة" (Arabic ভাষায়)। Sumer News। ২৭ এপ্রিল ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ মার্চ ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]