জুলিয়া পিয়ারসন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুলিয়া পিয়ারসন
২৩তম মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২৭ মার্চ,২০১৩
রাষ্ট্রপতিবারাক ওবামা
পূর্বসূরীমার্ক সুলিভান
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৯
ওরল্যান্ডো, ফ্লোরিডা
জাতীয়তামার্কিন
বাসস্থানওয়াশিংটন, ডি.সি.
প্রাক্তন শিক্ষার্থীসেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়
পেশামার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক

জুলিয়া পিয়ারসন (ইংরেজি: Julia Pierson; জন্ম: ১৯৫৯ কিংবা ১৯৬০) ফ্লোরিডা অঙ্গরাজ্যে জন্মগ্রহণকারী মার্কিন গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক। তিনি পূর্বতন পরিচালক মার্ক সুলিভানের স্থলাভিষিক্ত হবেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা জুলিয়া পিয়ারসনকে গোয়েন্দা সংস্থার (সিক্রেট সার্ভিস) পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছেন। তিনি হতে যাচ্ছেন পুরুষ-নিয়ন্ত্রিত প্রথম নারী পরিচালক।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ১৯৫৯ সালে জন্ম জুলিয়ার। বিদ্যালয়ে পড়াশোনার সময় তিনি ডিজনি ওয়ার্ল্ডে কাজ করতেন। ১৯৮১ সালে ক্রিমিনাল জাস্টিস বিষয়ে ইউনিভার্সিটি অব সেন্ট্রাল ফ্লোরিডা থেকে স্নাতক সম্পন্ন করেন। ছোটবেলা থেকেই এ কাজের প্রতি আগ্রহ ছিল জুলিয়ার। তাই পড়াশোনার ক্ষেত্র হিসেবেও তিনি পছন্দ করেছিলেন ক্রিমিনাল জাস্টিসকে।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

স্নাতক সম্পন্ন করার পর জুলিয়া ওরল্যান্ডো পুলিশ বিভাগে (ওপিডি) প্রায় তিন বছর চাকরি করেন। এ বিভাগে থাকাকালে তিনিই প্রথম নারী পুলিশ হিসেবে ওপিডি বিট (যাঁরা সাধারণ নাগরিকদের কাছাকাছি থেকে সেবা দেন) কর্মকর্তা হিসেবে কাজ করেছেন। ইউএসএসএসে যোগ দেয়ার পর ধীরে ধীরে পদোন্নতি হতে থাকে। কাজের দক্ষতাস্বরূপ এ সংস্থায় উপসহকারী পরিচালক, বিশেষ গোয়েন্দাসহ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের গোয়েন্দা শাখার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[৩]

ইউএসএসএসের প্রধান পরিচালক হিসেবে জুলিয়ার নাম ঘোষণা করে এক বিবৃতিতে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ওবামা বলেন, 'এই সংস্থায় ৩০ বছরেরও বেশি সময় ধরে একনিষ্ঠতার সঙ্গে কাজ করে জুলিয়া কাজের প্রতি নারী-পুরুষের সমান উৎসর্গের দৃষ্টান্ত স্থাপন করেছেন।' প্রেসিডেন্ট ওবামা আরও জানান, 'জুলিয়ার অর্জন সবার জন্য একটি অনন্য দৃষ্টান্ত। আমি জানি তার এই অভিজ্ঞতা একটি গুরুত্বপূর্ণ সংস্থার প্রধান হিসেবে কাজ করতে নতুন চ্যালেঞ্জ গ্রহণে তাকে নির্দেশনা দেবে।[৪]

জুলিয়া ১৯৮৩ সালে গোয়েন্দা সংস্থার মিয়ামি শাখায় যোগদান করেন। ১৯৮৮ সালের পর তিনি প্রেসিডেন্টের নিরাপত্তা বিভাগে ৪ বছর কাজ করেন। জুলিয়ার নিয়োগ নিশ্চিত করতে মার্কিন পার্লামেন্টে (কংগ্রেস) কোন বিল পাস হতে হবে না।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. মার্কিন গোয়েন্দা সংস্থায় প্রথম নারী পরিচালক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৮-০৩-০২ তারিখে, অনলাইন ডেস্ক, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭-০৩-২০১৩ খ্রিস্টাব্দ।
  2. মার্কিন গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], সিডিনিউজ২৪.কম। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৭-০৩-২০১৩ খ্রিস্টাব্দ।
  3. যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার প্রথম নারী প্রধান[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], গ্রন্থনা: নুরুন্নবী চৌধুরী, দৈনিক প্রথম আলো। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৩-০৪-২০১৩ খ্রিস্টাব্দ।
  4. মার্কিন গোয়েন্দা সংস্থায় প্রথম নারী পরিচালক ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৪ মার্চ ২০১৬ তারিখে, দৈনিক সংবাদ। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ২৮ মার্চ ২০১৩ খ্রিস্টাব্দ।
  5. মার্কিন গোয়েন্দা সংস্থার প্রথম নারী পরিচালক জুলিয়া পিয়ারসন[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], দৈনিক ইনকিলাব। ঢাকা থেকে প্রকাশের তারিখ: ০৪ এপ্রিল ২০১৩ খ্রিস্টাব্দ।

টেমপ্লেট:মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালকগণ