জুনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জুন্নার ইংরেজি: Zunnar, "zunar" বা "zonar" আরবি: زنار একটি স্বতন্ত্র বেল্ট বা ঘের, যা মুসলমানেরা পরিধান করতো। এটি ছিল মুসলমানদের পোশাকের একটি অংশ যা অমুসলিমদের দেখানোর জন্য। যদি মুসলমানদের এটা ব্যাবহার করা বাধ্যতামূলক ছিল না শুধুমাত্র অমুসলিম ও মুসলিম চিন্থিত করতে এটা ব্যাবহার হতো।[১] উমরের চুক্তিতে জুনার পরিধান করার প্রয়োজনীয়তা উল্লেখ করা হয়েছিল।

আধুনিক ব্যবহার[সম্পাদনা]

  • ২০০১ সালে আফগানিস্তানের তালিবানরা আফগানিস্তানের হিন্দুদের হলুদ ব্যাজ পরিধান করতে বাধ্য করেন।[২] [৩] [৪] এবং ওই বছরের শেষের দিকে তালেবানদেরকে ক্ষমতা থেকে অপসারণ করা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]