বিষয়বস্তুতে চলুন

বিগ ম্যাজিক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জি ম্যাজিক (ভারত) থেকে পুনর্নির্দেশিত)
বিগ ম্যাজিক
উদ্বোধন৪ এপ্রিল ২০১১; ১৩ বছর আগে (2011-04-04)
নেটওয়ার্কজি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ
মালিকানাএসেল গ্রুপ
চিত্রের বিন্যাস১০৮০আই (এইচডিটিভি)
(এসডিটিভি ফিডের জন্য ৫৭৬আই লেটারবক্সে ডাউনস্কলড)
দেশভারত ভারত
ভাষাহিন্দি
প্রধান কার্যালয়নয়ডা, উত্তরপ্রদেশ, ভারত
ভ্রাতৃপ্রতিম
চ্যানেল(সমূহ)
ওয়েবসাইটbigmagic.zee5.com
প্রাপ্তিস্থান
কৃত্রিম উপগ্রহ
টাটা স্কাইচ্যানেল ১৬৬
ডি২এইচচ্যানেল ১২৪
ডিডি ফ্রি ডিশচ্যানেল ৪৯
ডিশ টিভিচ্যানেল ১২৫
ইনডিপেন্ডেন্ট টিভিচ্যানেল ২২৫
এয়ারটেল ডিজিটাল টিভিচ্যানেল ১২৪
সিটি ক্যাবলচ্যানেল ১৭০

বিগ ম্যাজিক হচ্ছে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজের মালিকানাধীন একটি ভারতীয় টেলিভিশন চ্যানেল। এই চ্যানেলটি মূলত ২০১১ সালের ৪ঠা এপ্রিল তারিখে রিলায়েন্স ব্রডকাস্টিং নেটওয়ার্ক দ্বারা "বিগ ম্যাজিক" হিসাবে চালু হয়েছিল। ২০১৬ সালে এটি জি দ্বারা অধিগ্রহণ করা হয়েছিল। রিলায়েন্সের মালিকানার সময় সর্বাধিক জনপ্রিয় অনুষ্ঠানগুলো হলো: হার মুশকিল কা হাল আকবর বীরবল, মহিষাগর, নাদনিয়াঁ ইত্যাদি। বর্তমানে এটি জি টিভি এবং অ্যান্ডটিভিতে পূর্বে প্রচারিত অনুষ্ঠানের পর্বগুলো সম্প্রচার করে থাকে।

ইতিহাস

[সম্পাদনা]

এই চ্যানেলটি বিগ ম্যাজিক হিসাবে ২০১১ সালের ৪ঠা এপ্রিল তারিখে রিলায়েন্স ব্রডকাস্ট নেটওয়ার্ক দ্বারা চালু হয়েছিল; যার ট্যাগলাইন ছিল "হার পাল চ্যাটপাটা"। এর প্রোগ্রামিংয়ে সিটকম, পৌরাণিক কাহিনী, অ্যানিমেশন অনুষ্ঠান, উইকেন্ড এবং উৎসবভিত্তিক অনুষ্ঠান ছিল। এই চ্যানেলটি ২০১৬ সালের নভেম্বর মাসে জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেডের অধীনে চলে আসে।

অনুষ্ঠানের তালিকা

[সম্পাদনা]

বর্তমান সম্প্রচার

[সম্পাদনা]

অ্যানিমেটেড

[সম্পাদনা]
  • বালি দ্য গ্রেট
  • বন্দবুধ অর বুড়বক
  • বাবলু ডাবলু
  • চিম্পু সিম্পু
  • ম্যাজিক ভূতু
  • পেয়ার মহব্বত হ্যাপি লাকি
  • কৈলাস কে রক্ষক
  • লাইভ অ্যাকশন
  • যোদ্ধা আকবর
  • কানহা কি রাধিকা
  • স্বপ্নে সুহানে লড়কপান কে
  • স্বরাজ্যরক্ষক সম্ভাজি
  • বিষ্ণু পুরান
  • আপকি অন্তরা

প্রাক্তন সম্প্রচার

[সম্পাদনা]

অ্যানিমেটেড

[সম্পাদনা]
  • চাংকি বাংকি অর শাংকি
  • ডি৩ দিনো ধর্তি ধামাকা
  • ধামাকেদার রঞ্চো
  • খাজানো কে খিলাড়ি
  • কুং ফু পাণ্ডব
  • কপ্তান কাল্লু
  • নানহে নিঞ্জা
  • নিঞ্জা পাঞ্জা
  • অগি অ্যান্ড দ্য কক্রাচেস
  • ওম জয় জগদীশ
  • পাক পাক পাকাক
  • সাবরিনা
  • টোবট
  • ট্রান্সফরমারস প্রাইম
  • বিক্রম মুঞ্জা
  • বিক্রম বেতাল

কৌতুক ধারাবাহিক

[সম্পাদনা]
  • অ্যাক্টর কলিং অ্যাক্টর
  • ভ সে ভদে
  • ভূতু
  • বয়েজ
  • চুটকি বাজা কে
  • কমেডি কা রকেট
  • দিওয়ানে আঞ্জানে
  • ফেকবুক উইথ কবিতা
  • হাজির জওয়াব বীরবল
  • জি স্যারজি!
  • লেতে হ্যায় খবর খবরো কি
  • লাভ দোস্তি অর দুয়া
  • মহিসাগর
  • মনিয়া কি দুনিয়া
  • নাদানিয়া
  • নারায়ণ নারায়ণ
  • নট্যাংকি নিউজ
  • নেয়া মহিসাগর
  • নীলি ছাতরী ওয়ালে
  • পেয়ার ম্যারেজ শশশ (পিএমএস)
  • তেড়ি মেড়ি ফ্যামিলি
  • তেরা বাপ মেরা বাপ
  • হপ্পু কি উলটন পালটন

ড্রামা এবং লাইভ অ্যাকশন ধারাবাহিক

[সম্পাদনা]
  • আফসার বিটিয়া
  • আকবর – রক্ত সে তক্ত কা সফর
  • আলাদিন – জানবাজ এক জলওয়ে অনেক
  • বাল গোপাল কারে ধামাল
  • বেটা হি চাহিয়ে
  • ছোটি বহু ২
  • গঙ্গা
  • হাম পাঁচ ফির সে
  • চীখ
  • খাকী এক বচন
  • কুওয়ারা হ্যায় পার হামার হ্যায়
  • মা শক্তি
  • পেয়ার ইয়া দেঃশাত
  • রুদ্র কে রক্ষক
  • শোরবীর সিস্টার্স
  • শৌর্য বীর একলব্য কি গাথা
  • শাকা লাকা বুম বুম
  • সোনপরী
  • সুপারগার্ল
  • বিজয়ী ভব
  • ইয়ে কাহা আ গেয়ে হাম

লোমহর্ষক/অলৌকিক ধারাবাহিক

[সম্পাদনা]
  • ব্রহ্মরাক্ষস
  • চীখ.. এক খৌফনাক সাচ
  • ফিয়ার ফাইলস
  • হাতিম
  • মহারক্ষক: দেবী
  • মহারক্ষক আর্যন
  • নাগিন – বাদো কি অগ্নিপরীক্ষা

পৌরাণিক ধারাবাহিক

[সম্পাদনা]
  • বাল কৃষ্ণ
  • বুদ্ধ
  • চক্রধারী অজয় কৃষ্ণ
  • মহাভারত
  • পরমাবতার শ্রী কৃষ্ণ
  • গনেশ লীলা
  • জয় জয় জয় বাজরং বলী
  • জয় মা বিধ্যাবাসিনী
  • রামায়ণ
  • শক্তিপীঠ কে ভৈরব
  • বিক্রম বেতাল কি রহস্য গাঁথা

বাস্তব/নন-স্ক্রিস্টেড অনুষ্ঠান

[সম্পাদনা]
  • বিগ ফেম স্টার
  • বিগ মেমসাহেব
  • বলিউড ফ্রাইডেজ
  • শেফ ভার্সেস ফ্রিজ
  • চুটকি শপকীপা অর ওহ
  • ডান্স ইন্ডিয়া ডান্স লিল মাস্টার্স
  • ফ্যামিলি ফরটিউনস
  • খুলজা সিম সিম
  • ইন্ডিয়াজ বেস্ট ড্রামেবাজ
  • সা রে গা মা পা লিল চ্যাম্পস

তথ্যসূত্র

[সম্পাদনা]

বহিঃসংযোগ

[সম্পাদনা]