জাহাজী টন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাহাজিকরণ টন থেকে পুনর্নির্দেশিত)
মার্কিন যুক্তরাষ্ট্রের মেরিন পাঁচ টন ট্রাক

জাহাজী টন, প্রেরিত-মাল টন, পরিমাপ টন বা সামুদ্রিক টন আয়তনের একটি পরিমাপ, যা বড় মালবাহী যান, রেলগাড়ি অথবা জাহাজে পণ্য পরিবহনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। মার্কিন যুক্তরাষ্ট্রে এটিকে ৪০ ঘনফুট এবং যুক্তরাজ্যে ৪২ ঘনফুটের সমতুল্য ধরা হয়।[১][২] এটির সাথে টন নামের অন্যান্য আয়তনের এককের সাথে গুলিয়ে ফেলা উচিত নয়। উদাহরণস্বরূপ, "রেজিস্টার টন" জাহাজের ধারণ ক্ষমতা পরিমাপে ব্যবহৃত হয়, যা কিনা ১০০ ঘনফুটের (২.৮৩১৬৮ ঘনমিটার) সমতুল্য।

জাহাজী টনকে একটি জাহাজের নিবন্ধন মাশুল, বন্দর খাজনা, নিরাপত্তা ও আনুসাঙ্গিক প্রযোজ্য নিয়ম জারির ক্ষেত্রে মূল একক ধরা হয়।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. এ্যসবাক'স হ্যন্ডবুক অফ ইঞ্জিনিয়ারিং ফ্যান্ডামেন্টালস (ইংরেজি ভাষায়), ১৯৯০, আইএসবিএন 978-0471890843 
  2. লজিস্টিক ম্যনেজমেন্ট ফর ইন্টারন্যাশনাল বিজনেস (ইংরেজি ভাষায়), ২০০৯, আইএসবিএন 978-8120337923