জালালজাই

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জালালজাই পাকিস্তানের বেলুচিস্তানে বসবাসকারী একটি পশতুন উপজাতি । এটি কাকার সানজারখেল উপ-উপজাতির একটি মহকুমা। জালালজাইদের অধিকাংশই কিল্লা সাইফুল্লাহ জেলা এবং লোরালাই জেলায় বসবাস করে । এটি আরও উপ-শাখায় বিভক্ত, যথা; জোজেজাই, করিমজাই, কামালুদিঞ্জাই, শাবোজাই, শাহিজাই, মেহমানজাই, খোয়াজেজাই, বাবাকারজাই, খুদিজাই এবং তালহানজাই। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Rashid, Haroon (২০০৮)। History of the Pathans: The Ghurghushti, Beitani and Matti tribes of Pathans (ইংরেজি ভাষায়)। Haroon Rashid।