জাম-ই-জামশেদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাম-ই-জামশেদ (গুজরাটি: જામે જમશેદ) একটি সাপ্তাহিক মুম্বাই সংবাদপত্র যা আংশিকভাবে গুজরাটি এবং প্রধানত ইংরেজিতে প্রকাশিত হয়। জাম-ই-জামশেদ এশিয়ার দ্বিতীয় প্রাচীনতম সংবাদপত্র। [১] কাগজটি মূলত ১২ মার্চ ১৮৩২ থেকে একটি সাপ্তাহিক হিসাবে প্রকাশিত হয়েছিল। ১৮৫৩ সালে, এটি একটি দৈনিকে রূপান্তরিত হয় কিন্তু ১৯৬০-এর দশকে আর্থিক চাপের মুখে এটি আবার সাপ্তাহিকে হিসাবে পরিণত হয়।

কাগজটি প্রাথমিকভাবে ভারতের জরথুস্ট্রিয়ান সম্প্রদায়ের আগ্রহের বিষয়গুলিকে কভার করে। প্রচার শুধু ভারতীয় পার্সি এবং ইরানিদের মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রকাশনাটি জনপ্রিয় জরথুস্ট্রিয়ান অভিবাসী এবং গুজরাটি বোহরা সম্প্রদায়ের মধ্যেও। প্রবন্ধ এখানে পোস্ট করা হয়। সাইরাস কন্ট্রাক্টর এবং মেহের কন্ট্রাক্টরের নিবন্ধগুলি এখানে দেখা গিয়েছে। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Providing a platform to dwindling Parsi community"। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭ 
  2. Chatterjee, Mrinal (২০ জুন ২০১৬)। "India's second oldest newspaper"The Hoot। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৭ 

বহিঃসংযোগ[সম্পাদনা]