বিষয়বস্তুতে চলুন

জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি
আল-কাশির 'মিফতাহ আল-হিসাব'-এর একটি পাণ্ডুলিপি. সাফাভীয় সাম্রাজ্য-এ তৈরি কপি, তারিখ ১৬৫৬
উপাধিআল কাশি
ব্যক্তিগত তথ্য
জন্মআনু. ১৩৮০
মৃত্যু২২ জুন ১৪২৯ (1429-06-23) (বয়স ৪৮)
ধর্মইসলাম
যুগইসলামি স্বর্ণযুগ-তিমুরিদ রেনেসাঁ
অঞ্চলইরান
প্রধান আগ্রহজ্যোতির্বিদ্যা, গণিত
উল্লেখযোগ্য ধারণাপাই ১৬তম স্থানের দশমিক নির্ধারণ
কোসাইনের সূত্র
উল্লেখযোগ্য কাজসুল্লাম আল-সামা
কাজপারস্যের মুসলিম পণ্ডিত
মুসলিম নেতা
যাদের প্রভাবিত করেন
একই নামের অন্যান্য ব্যক্তিবর্গের জন্য দেখুন গিয়াসউদ্দিন

জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি মধ্যযুগের একজন প্রতিভাধর মুসলমান জ্যোতির্বিজ্ঞানী। এই বিজ্ঞানী মহাকাশ পর্যবেক্ষণ ও গবেষণায় তার পরীক্ষা-নিরীক্ষাকে নিবদ্ধ রেখেছিলেন।

জন্ম ও শিক্ষাজীবন

[সম্পাদনা]

কর্মজীবন

[সম্পাদনা]

তিনি স্বরচিত রিসালাহ্ দার শারহ্-ই আলাদ-ই রাসাদ নামক গ্রন্থে এই সকল পরীক্ষা-নিরীক্ষা সংক্রান্ত বিশদ বিবরণ লিপিবদ্ধ করে গেছেন। এটি হস্তলিখিত গ্রন্থ। ফার্সি ভাষায় লেখা এ গ্রন্থ ইংরেজি ভাষায় অনূদিত হয়েছে। এতে তার বিভিন্ন গবেষণা, ধারণা ও আবিষ্কারের কথা বর্ণিত আছে। অনূদিত গ্রন্থটি তার বিষয়ে পাশ্চাত্য তথ্য বিজ্ঞানবিশ্বকে কৌতূহলী করে তুলে। এই গ্রন্থ থেকে জানা গেছে যে তিনি মহাকাশ পর্যবেক্ষণের জন্য দুটি গুরুত্বপূর্ণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। এ গ্রন্থে ঐ যন্ত্র দুটির চিত্রসহ নির্মাণ-পদ্ধতি এবং ব্যবহারবিধি বর্ণিত আছে। প্রখ্যাত জার্মান বিজ্ঞানী পল লাকি এবং রুশ বিজ্ঞানী বিএ রোজেনফেল্ড ও এপি ইউশকেভিচ গবেষণা করতে গিয়ে আল কাশির এই যন্ত্র দুটির সঙ্গে আধুনিক ইলেকট্রনিক কম্পিউটারের সম্পর্ক নির্ণয়ের চেষ্টা করেছেন। ১৪২৯ খ্রিষ্টাব্দে, মতান্তরে ১৪৩৬ খ্রিষ্টাব্দে, তিনি পরলোকগমন করেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. O'Connor, J.; Robertson, E. (জুলাই ১৯৯৯)। "Ghiyath al-Din Jamshid Mas'ud al-Kashi"Maths HistoryUniversity of St Andrews। সংগ্রহের তারিখ ১৪ নভেম্বর ২০২৩ 
  2. নাসরীন মুস্তাফা: জামশিদ গিয়াসউদ্দিন আল কাশি : জ্যোতির্বিজ্ঞানে তার অবদান, দ্বিতীয় সংস্করণ : মে, ২০০৯, প্রকাশক : ইসলামিক ফাউন্ডেশন, ঢাকা, বাংলাদেশ।

বহি:সংযোগ

[সম্পাদনা]