জামর
জামর | |
---|---|
জন্ম | ১৭৬২? |
মৃত্যু | ৭ ফেব্রুয়ারি, ১৮২০ |
আন্দোলন | ফরাসি বিপ্লব |
জামর (১৭৬২ — ৭ ফেব্রুয়ারি, ১৮২০) ফরাসি বিপ্লবে অংশগ্রহণকারী একজন ব্যক্তি, যিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিলেন।[১] ফরাসি বিপ্লবের ইতিহাসে তিনি লুই বেনেডিক্ট জামর নামে তিনি পরিচিত।
ক্রীতদাস জীবন
[সম্পাদনা]জামর বর্তমান বাংলাদেশেের চট্টগ্রাম অঞ্চলে জন্মগ্রহণ করেছিলেন, তবে সে সম্ভাব্য সিদ্দি জনগোষ্ঠীর ছিলেন। সিদ্দিরা পূর্ব আফ্রিকার বান্টু সম্প্রদায়ের অন্তর্ভুক্ত, সিদ্দিরা আরব আর পর্তুগিজদের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে প্রবেশ করে । যতদূর জানা যায় তাকে ১০/১১ বছর বয়সে চট্টগ্রাম বন্দর থেকে ফরাসি দাস-ব্যবসায়ীরা ধরে নিয়ে যায় ও ক্রীতদাস হিসেবে মাদাগাস্কার হয়ে ফ্রান্সে চালান করে। সম্রাট পঞ্চদশ লুই এর উপপত্নী মাদামাম দ্যু বারীর ক্রীতদাস হিসেবে কাজ করতে করতে ফরাসী সাহিত্য, সংস্কৃতি বিশেষত জঁ-জাকরুশোর রচনা অধ্যয়ন করেন। বিপ্লবী দলের সাথে গোপনে যোগাযোগ হয় তার।[২][৩]
বিপ্লবে অংশগ্রহণ
[সম্পাদনা]ফরাসি বিপ্লবের ইতিহাসে তিনিই এক এবং একমাত্র বাংলার সিদ্দি সম্প্রদায়ের ব্যক্তি যিনি বিপ্লবে প্রত্যক্ষ যোগ দেন। গ্রীভসের বিপ্লবী দলে যোগদান করেন ও কমিটি অফ পাবলিক সেফটির সদস্য হন। এই অপরাধে তার কর্মচ্যুতি ঘটে। ৬ ডিসেম্বর, ১৭৯৩ মাদাম দ্যু বারীর বিচারের সময় জামর মাদামের বিপ্লব বিরোধী ষড়যন্ত্রের কথা ফাঁস করে দেন। বিচারে দ্যু বারীর মৃত্যুদণ্ড হয়। তার গৃহে পালিত বলে জামরেরও কারাদণ্ড হয়েছিল। তবে ৬ সপ্তাহ পরে তার সাথীদের সহায়তায় তিনি মুক্ত হন। তার সাক্ষ্যদান থেকেই বিশ্ব জানতে পারে জামর আদতে জন্মসূত্রে চাটগাঁয়ের ছিলেন।
শেষ জীবন
[সম্পাদনা]তার সম্পর্কে বিপ্লবের পরে খুব বেশি কিছু জানা যায়নি। অষ্টাদশ লুই এর সময় তিনি প্যারির এক দরিদ্র পল্লীতে শিক্ষকতা করতেন। মৃত্যুর পর তার ঘরে বিপ্লবী মারাট, রোবসপিয়েরের ছবি পাওয়া গিয়েছিল। ফরাসি বিপ্লবের ইতিহাসে এই বাঙালি 'লুই বেনেডিক্ট জামর' নামে পরিচিত। জামরের একটি ছবি আঁকেন ফরাসী শিল্পী মারী ভিক্তর লোমোয়ান, যা বিখ্যাত ল্যুভ্র সংগ্রহালয়ে রক্ষিত আছে।[৪]
মৃত্যু
[সম্পাদনা]৭ ফেব্রুয়ারি ১৮২০ দারিদ্র্যের মধ্যে, নিঃসঙ্গ অবস্থায় জামর মারা যান। লোকচক্ষুর প্রায় অগোচরে সম্পন্ন হয় তার শেষকৃত্য।[৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "Zamor (1762-1820)"। Une autre histoire (ফরাসি ভাষায়)। ২০১৩-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৯-০৩-১৮।
- ↑ প্রথম খন্ড, সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত (২০০২)। সংসদ বাঙালি চরিতাভিধান। কলকাতা: সাহিত্য সংসদ। পৃষ্ঠা ১৭৪। আইএসবিএন 81-85626-65-0।
- ↑ Saroja Sundararajan (18th January, 2003)। "Liberty and Fraternity"। The Hindu। সংগ্রহের তারিখ 13.01.2017। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=, |সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ ক খ আহমেদ মুনির (১৮ জুলাই ২০১৪)। "চট্টগ্রামের ছেলে ফরাসী বিপ্লবে"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৩.০১.২০১৭। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)