জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের লোগো।
জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাসের লোগো

মার্কিন যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসে জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস পালন করা হয়।[১][২] এটি হোমল্যান্ড নিরাপত্তা বিভাগের জাতীয় সাইবার নিরাপত্তা বিভাগ এবং অলাভজনক জাতীয় সাইবার নিরাপত্তা জোট কর্তৃক শুরু হয়, মাসটি সাইবার নিরাপত্তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ায়।[৩]

ইতিহাস[সম্পাদনা]

২০০৪ সালে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং জাতীয় সাইবার নিরাপত্তা জোট আমেরিকানদের অনলাইনে নিরাপদে থাকতে সাহায্য করার জন্য একটি বিস্তৃত প্রচেষ্টা হিসেবে জাতীয় সাইবার নিরাপত্তা সচেতনতা মাস চালু করেছে।[২] প্রাথমিক প্রচেষ্টার মধ্যে অ্যান্টিভাইরাস প্রোগ্রামগুলোকে আপ টু ডেট রাখার মতো পরামর্শ অন্তর্ভুক্ত ছিল।[৪] ২০০৯ সাল থেকে মাসটিতে একটি সামগ্রিক থিম অন্তর্ভুক্ত করা হয়েছে, "আমাদের ভাগ করা দায়িত্ব" এবং সারা মাস জুড়ে সাপ্তাহিক থিমগুলি ২০১১ সালে চালু করা হয়েছিল।[৪]

বাংলাদেশে কর্মসূচি[সম্পাদনা]

২০১৬ সালে প্রথমবারের মতো বাংলাদেশে ‘সাইবারনিরাপত্তা সচেতনতা মাস’ (ক্যাম) কর্মসূচি শুরু করে স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশন। ওই বছর ১ অক্টোবর ঢাকার সেগুন বাগিচায় ‘সাইবারসিকিউরিটি: কনটেক্সট অফ বাংলাদেশ’ (সাইবার নিরাপত্তা: বাংলাদেশের প্রেক্ষাপট) শীর্ষক সেমিনার ছিল এই আয়োজনের প্রথম অনুষ্ঠান। এর পর থেকে প্রতি অক্টোবরে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিয়ে মাসব্যাপী নানা সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন করে থাকে সংগঠনটি। ২০২১ সাল থেকে একই সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিসহ সাইবার সচেতনতা কর্মসূচির ব্যাপ্তি বাড়ানোর লক্ষ্যে গঠন করা হয় ‘সাইবার নিরাপত্তা সচেতনতা বিষয়ক জাতীয় কমিটি’। কমিটির আহ্বানে সারাদেশ থেকে বিভিন্ন সামাজিক সংগঠন নিবন্ধনের মাধ্যমে অক্টোবরের কর্মসূচিতে অংশ নেয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FBI — National Cyber Security Awareness Month"FBI। ১ এপ্রিল ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ অক্টোবর ২০২৩ 
  2. "About National Cyber Security Awareness Month"। StaySafeOnline.org। জুলাই ৩১, ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  3. "National Cyber Security Awareness Month"। U.S. Department of Homeland Security। ১৯৯৯-০২-২২। ২০১২-০৮-০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১২-১১-২৫ 
  4. "A History of National Cybersecurity Awareness Month"Stay Safe Online (ইংরেজি ভাষায়)। ২০১৮-১০-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৮-১০-১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]