জাতীয় জলপথ ৩
অবয়ব
এই নিবন্ধটি অত্যন্ত সংক্ষিপ্ত। |
জাতীয় জলপথ ৩ | |
---|---|
সংক্ষিপ্ত বিবরণ | |
মালিকানায় | ভারত সরকার |
অবস্থান | কেরালা |
চলাচল | |
চালুর তারিখ | ১৯৯৩ |
কারিগরি তথ্য | |
মোট রেলপথের দৈর্ঘ্য | ২০৫ কিলোমিটার |
জাতীয় জলপথ ৩ হল ভারতের কেরালা রাজ্যের পশ্চিম উপকূলের একটি অন্তর্দেশীয় জল পথ।এই জলপথ কোল্লাম-কোট্টপুরাম খাল,পশ্চিম তট খাল, চম্পাকরে খাল ও উদ্যোগমমন্ডল খাল নিয়ে গঠিত।এই জলপথের মোট দৈর্ঘ্য ২০৫ কিলোমিটার। ১৯৯৩ সালে এই জলপথ জাতীয় জলপথ ৩ হিসাবে ঘোষণা করা হয়।এই জল পথে অনেক গুলি জল কপাটিকা জলযান নিয়ন্ত্রণের জন্য । [১]