বিষয়বস্তুতে চলুন

ঘূর্ণনবীক্ষক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(জাইরোস্কোপ থেকে পুনর্নির্দেশিত)
একটি ঘূর্ণনবীক্ষক
ঘূর্ণনরত অবস্থায় একটি ঘূর্ণনবীক্ষক, লক্ষ্যনীয় বিষয় হচ্ছে, এটির তিনটি অক্ষই স্বাধীন ভাবে সক্রীয়

ঘূর্ণনবীক্ষক বা জাইরোস্কোপ (ইংরেজি: Gyroscope) হচ্ছে একটি বিশেষ ধরনের যন্ত্র। যন্ত্রটি ঝোঁককৌণিক গতিবেগ মাপার জন্য ব্যবহার করা হয়।[][]

ইতিহাস

[সম্পাদনা]

জাইরোস্কোপের ব্যবহার প্রাচীন রোম, গ্রীস ও চীন সভ্যতায় দেখা যায়। যদিও এগুলোকে সেখানে যন্ত্র হিসেবে বিবেচনা করা হত না।[] জাইরোস্কোপের মত যন্ত্র প্রথম তৈরি করেন জন সার্সন। যন্ত্রটি ’সারসনের স্পেকুলাম' নামে পরিচিত। এটি ১৭৪৩ সালে আবিষ্কার হয়। যন্ত্রটি ঘন কুয়াশার মাঝে দিগন্তের দিক নির্দেশ খুঁজে পেতে ব্যবহার হত। বর্তমানে জাইরোস্কোপ যেমনটা দেখতে হয় ঠিক তার কাছাকাছি দেখতে একটি যন্ত্র তৈরী করেন জার্মান গণিতবিদ ও জ্যোতির্বিজ্ঞানী জোহান বোহনেনবার্গার, ১৮১৭ সালে। যন্ত্রটিকে তিনি আখ্যা দেন 'মেশিন' বলে।[] ১৮৩২ সালে ওয়াল্টার আর. জনসন নামক একজন আমেরিকান ঘূর্ণায়মান চাকতির উপর ভিত্তি করে একই ধরনের আরেকটি যন্ত্র তৈরি করেন।[] [] পরে ১৮৫২ সালে ফরাসি ভৌতবিদ লিও ফকাল্ট আজকের আধুনিক জাইরোস্কোপ আবিষ্কার করেন। তিনিই যন্ত্রটির নাম জাইরোস্কোপ রাখেন।[]

আধুনিক ব্যবহার

[সম্পাদনা]
  • স্ট্যাডিক্যাম
  • হেডিং নির্দদেশক
  • জাইরোকম্পাস
  • ত্বরণমিটার

জাইরোস্কোপেের প্রকারভেদ

[সম্পাদনা]
  • জাইরোস্ট্যাট
  • এমইএমএস জাইরোস্কোপ
  • এইচ আর জি
  • ভি এস জি/সি ভি জি
  • ডিটিজি
  • রিং লেজার জাইরোস্কোপ
  • ফাইবার অপ্টিক জাইরোস্কোপ।

কন্সুমার ইলেকট্রনিকসএ ব্যবহার

[সম্পাদনা]
আরডুইনো উনো বোর্ডের সাথে সংযুক্ত একটি ডিজিটাল ঘূর্ণনবীক্ষক মডিউল

কনসুমার ইলেক্ট্রনিকস এ জাইরোস্কোপ ব্যবহার হয়। কম্পাস, বিমান, নির্দদেশক যন্ত্র ইত্যাদি জায়গায় জাইরোস্কোপ ব্যবহার হওয়ার পাশাপাশি কনসুমার ইলেক্ট্রনিকসএ ব্যবহার হচ্ছে। কনসুমার ইলেকট্রনিকস এ জাইরোস্কোপ এর ব্যবহার জনপ্রিয় করেন স্টিভ জবস এপল আইফোন এর মাধ্যমে। বরতমানে অনেক ত্বরণমিটারে এই জাইরোস্কোপ ব্যবহার হয় যাতে করে মোশন সেন্স প্রযুক্তির মাধ্যমে উন্নত মানের দিক নির্দেশ ব্যবস্থা তৈরি করা সম্ভব হয়েছে।বেশ কিছু আধুনিক স্মার্টফোন এ এই জাইরোস্কোপ প্রযুক্তি ব্যবহার হয় যেমন-

অনেক গেমিং কনসোলেে জাইরোস্কপ ব্যবহার হয় যেমন নিনটেনডো বা প্লেস্টেশন। অনেক জাহাজে দিক নির্ণায়ক হিসেবে জাইরোস্কোপ ব্যবহার হয়। আধুনিক স্মার্টফোনেেের অনেক ফিচার জাইরোস্কোপ সেন্সর ছাড়া কাজ করে না।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Gyroscope"Oxford Dictionaries (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১ 
  2. "Gyroscope"Wolfram Demonstrations Project। সংগ্রহের তারিখ ২০২৪-০৫-৩১ 
  3. Range,Shannon K'doah, Mullins, Jennifer, Brief History of Gyroscopes,Archived from Brief History of Gyroscopeson 10 July, 2015
  4. Johann G.F Bohnenberger(1817) (Description of a Machine for the explanation of laws of rotation of the earth around its axis, and of the change of the orientation of the latter)(In German Language)
  5. Walter R. Johnson(January, 1832), Description of an apparatus called an rotascope for exhibiting several phenomena and illustrating certain laws of rotary motion description of an apparatus called an rotascope for exhibiting several phenomena and illustrating certain laws of rotary motion, 19 August, 2016 at the Wayback Machine
  6. drawings of Walter R Johnsons Gyroscope(Rotascope) were used in following lecture:E.S Snell (1856) on planetary disturbances
  7. L.Faucault's(1852) research paper on gyroscope (in french language)
  8. Samsung Galaxy & Gear-The Official Samsung Galaxy Site
  9. HTC Titan Specifications and Features-Techstic