জাইদিন ইউসুপ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জায়দিন ইউসুপ (জিয়াউদ্দীন ইউসুফ)
তুর্কিস্তান ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা
কাজের মেয়াদ
১৯৮৮ – ৬ এপ্রিল, ১৯৯০
উত্তরসূরীহাসান মাহসুম
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৬৪
শিনচিয়াং
মৃত্যু৬ এপ্রিল ১৯৯০(১৯৯০-০৪-০৬) (বয়স, ২৬)
বারেন,শিনচিয়াং
পেশাজিহাদবাদ,বিচ্ছিন্নতাবাদ

জাইদিন ইউসুপ বা জেদিন কারি ছিলেন পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টির প্রতিষ্ঠাতা ও নেতা। তিনি জিয়াউদ্দিন ইউসুফ নামেও পরিচিত ছিলেন।[১]

জীবনী[সম্পাদনা]

জাইদিন ইউসুপ ১৯৬৪ সালে চীনের জিংজিয়াং প্রদেশে জন্মগ্রহণ করেন। মাত্র ১২ বছর বয়স থেকেই তিনি চীনের আধিপত্য বিরোধী দলগুলোর সাথে যুক্ত হয়ে পড়েন।১৯৪০ সালে আবদুল হামিদ, আবদুল আজিজ মাখদুম এবং আবদুল হাকিম মখদুম নামে তিনজন উইঘুর নেতা ইসলামিক পার্টি অফ তুর্কিস্তান চালু করেন।[২] কিন্তু দলটি তখন তেমন প্রচার পায়নি। কিছুদিন পর আব্দুল হাকিমসহ দলটির অনেক নেতা গ্রেফতার হন। ১৯৭৯ সালে কারাগার থেকে মুক্ত হওয়ার পর আব্দুল হাকিম হাসান মাহসুম এবং অন্যান্য উইঘুরদের জিহাদের নির্দেশ দেন। [৩] ১৯৮৯ সালে জাইদিন ইউসুপ সেই গ্রুপটিকে পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টি (ETIP) নামে নতুন করে চালু করেন।[২] [৪] জাইদিন নিহত হওয়ার পর আন্দোলনটি ১৯৯৭ সালে হাসান মাহসুম এবং আবুদুলকাদির ইয়াপুকুয়ানের মাধ্যমে বর্তমান সিস্টেমে রদবদল করা হয়েছিল।[৫] [৬]

জাইদিন ইউসুপ ছিলেন বারেন টাউনশিপ দাঙ্গার পিছনে মাস্টারমাইন্ড। তিনি বারেন বিদ্রোহ নামেও পরিচিত ছিলেন। তিনি বারেন, আক্তো কাউন্টিতে চীনা সরকারী বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র সংঘর্ষে ২০০ জন লোকের নেতৃত্ব দিয়েছিলেন। সেই বিদ্রোহ শীঘ্রই কিজিলসু জুড়ে নয়টি শহরে ছড়িয়ে পড়ে। [৭] ১৯৯০ সালের [৮] এপ্রিলে ব্যারেন টাউনশিপ দাঙ্গার সময় তিনি নিহত হন। টিআইপি-এর ইসলামিক তুর্কিস্তান ম্যাগাজিন তৃতীয় সংস্করণে তাদের অন্যতম নেতা জাইদিন ইউসুপের মৃত্যুকে স্মরণ করে।

Doğu Türkistan Bülteni Haber Ajansı (পূর্ব তুর্কিস্তান বুলেটিন নিউজ এজেন্সি) তুর্কিস্তান ইসলামিক পার্টির একটি সংক্ষিপ্ত ইতিহাস উল্লেখ করেছিল : জাইদিন ইউসুপ ১৯৮৮ সালে "পূর্ব তুর্কিস্তান ইসলামিক পার্টি প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৯০ সালের দাঙ্গা ও বিদ্রোহে তিনি অংশগ্রহণ করেন। ১৯৯৬ সালে তৎকালীন নেতা হাসান মাহসুমের অধীনে আফগানিস্তানের তালেবান-নিয়ন্ত্রিত ইসলামি আমিরাত হিজরত করেন। সেখানে ২০১২ সাল পর্যন্ত টানা ১৫ বছর "ক্রুসেডারদের" বিরুদ্ধে "আফগান জিহাদ" এবং ২০১২ সালে এটি সিরিয়ার গৃহযুদ্ধে প্রবেশ করে। [৯]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Zeydin Yusup"Wikipedia (ইংরেজি ভাষায়)। ২০২২-০৩-১৬। 
  2. Arabinda Acharya; Rohan Gunaratna (২২ জুন ২০১০)। Ethnic Identity and National Conflict in China। Palgrave Macmillan। পৃষ্ঠা 53–। আইএসবিএন 978-0-230-10787-8 
  3. Arabinda Acharya; Rohan Gunaratna (২২ জুন ২০১০)। Ethnic Identity and National Conflict in China। Palgrave Macmillan। পৃষ্ঠা 54–। আইএসবিএন 978-0-230-10787-8 
  4. J. Todd Reed; Diana Raschke (২০১০)। The ETIM: China's Islamic Militants and the Global Terrorist Threat। ABC-CLIO। পৃষ্ঠা 48–। আইএসবিএন 978-0-313-36540-9 
  5. "China: The Evolution of ETIM"Stratfor.com। ১৩ মে ২০০৮। সংগ্রহের তারিখ ১৩ মে ২০১৬ 
  6. Rohan Gunaratna; Aviv Oreg (১ জুলাই ২০১৫)। The Global Jihad Movement। Rowman & Littlefield Publishers। পৃষ্ঠা 244–। আইএসবিএন 978-1-4422-4542-6 
  7. "Eastern Turkestan Information Bulletin Vol. 3 No. 2"caccp.FreedomsHerald.org। ১০ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  8. "Türkistan İslam Partisi mi yoksa Doğu Türkistan İslam Hareketi mi? - Nevzat Çiçek - Timetürk Makale Oku"www.Timeturk.com। সংগ্রহের তারিখ ১৮ আগস্ট ২০১৭ 
  9. "Türkistan İslam Cemati'nin Suriye'de ki Büyük Fetihleri – VİDEO HABER"Doğu Türkistan Bülteni Haber Ajansı। ১৮ অক্টোবর ২০১৬। ২৯ জুলাই ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০২২