জর্ডান রিসার্চ এন্ড ট্রেনিং রিয়্যাক্টর

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জর্দান রিসার্চ এন্ড ট্রেনিং রিয়্যাক্টর বা জর্ডান গবেষণা ও প্রশিক্ষণ চুল্লী (JRTR) হলো একটি ৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বহুমুখী গবেষণা চুল্লী, যা আর রামসা শহরে জর্দান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এর ক্যাম্পাস এলাকায় অবস্থিত।[১] ২০১৬ সালে ৭ ডিসেম্বর চুল্লী উদ্বোধন করেন বাদশা দ্বিতীয় আবদুল্লাহ। মূলত তার পৃষ্ঠপোষকতায় চুল্লীটি নির্মাণ করা হয়।[২][৩] এটি জর্দানের প্রথম পারমাণবিক চুল্লী, যা  দক্ষিণ কোরিয়া থেকে আমদানি করা হয়েছিলো।[৪]

বিবরণ[সম্পাদনা]

পারমাণবিক চুল্লীটি পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা কেন্দ্র হিসেবে সারাদেশে বিখ্যাত হয়ে ওঠে। এর ফলে জর্দানের আসন্ন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য পারমাণবিক প্রকৌশলী ও বিজ্ঞান বিষয়ক পড়াশোনার দ্বার উন্মোচিত হয়। এই চুল্লী এবং সংশ্লিষ্ট ব্যবস্থা নকশা করা, নির্মাণ ও পরিচালনা করা হয় মূলতঃ শিক্ষা ও প্রশিক্ষণ কার্যক্রমের জন্য। এছাড়া পারমাণবিক প্রকৌশল, পারমাণবিক চুল্লী অপারেশন ফরেনসিক বিশ্লেষণ, চিকিৎসার জন্য রেডিওস্টোপি উৎপাদন, শিল্প-কল-কারখানায় ব্যবহার, নিউট্রন রশ্মি ব্যবহারসহ অধ্বংসাত্মক পরীক্ষা ও নিউট্রন বিজ্ঞানের প্রয়োগে ব্যবহার করা হয়।

গবেষণা চুল্লীটি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে প্রশংসিত হয়েছে। একটি কোরীয় পারমাণবিক নিরাপত্তা বিষয়ক একটি কমিশন এর পর্যবেক্ষণ করে এবং তারা এর প্রশংসা করে।[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Go-ahead for Jordanian research reactor"www.world-nuclear-news.org (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৪ 
  2. Jin-young, Cho (২০১৬-০৪-১২)। "Jordan Research, Training Reactor to be Put into Operation Soon" (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৫-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৪ 
  3. http://jordantimes.com/news/local/jordan-research-and-training-reactor-set-inauguration-december
  4. http://www.koreatimes.co.kr/www/news/biz/2016/12/123_219701.html
  5. "Jordan News Agency (Petra) |Korean nuclear safety official praises Jordan's research reactor"petra.gov.jo (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৬-০৯-১৫ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]