জর্জ ব্রিকার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জর্জ ব্রিকার
জন্ম১৮ জুলাই ১৮৯৮
মৃত্যু২২ জানুয়ারী ১৯৫৫ (৫৬ বছর)
লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র
পেশালেখক
কর্মজীবন১৯৩৫-১৯৫৪ (চলচ্চিত্র)

জর্জ ব্রিকার একজন মার্কিন চিত্রনাট্যকার। তিনি ১৮৯৮ সালের ১৮ই জুলাই আমেরিকার সেন্ট ম্যারিসের ওহাইওতে জন্মগ্রহণ করেন। [১] পেশা হিসেবে তিনি লেখালেখি বেছে নিয়েছিলেন। চিত্রনাট্যকার হিসেবে তিনি ২০ বছর অতিবাহিত করেন (১৯৩৫ থেকে ১৯৫৪ সাল)। ১৯৫৫ সালের ২২ শে জানুয়ারি ৫৬ বছর বয়সে লস এঞ্জেলেস, ক্যালিফোর্নিয়াতে তিনি মৃত্যুবরণ করেন। তিনি ওয়ার্নার ব্রস, কলোম্বিয়া পিকচার ইন্ডাস্ট্রিজ, ইউনিভার্সাল পিকচার্সমনোগ্রাম পিকচার্স কর্পোরেশন এ কাজ করেছেন।

উল্লেখযোগ্য চলচ্চিত্র[সম্পাদনা]

১. ব্রডওয়ে হোস্টেস (১৯৩৫)

২. ড্য উইডো ফ্রম মন্টে কার্লো (১৯৩৬)

৩. লাভ ইজ অন দ্য এয়ার (১৯৩৭)

৪. মেলোডি ফর টু" (১৯৩৭)

৫. টর্কি ব্লেন ইন পানামা (১৯৩৮)

৬. ওভার দ্য ওয়াল (১৯৩৮)

৭. মি. মটো ইন ডেঞ্জার আইল্যান্ড (১৯৩৯)

৮. দে মেড হার এ স্পাই(১৯৩৯)

৯. উইমেন ইন দ্য উইন্ড (১৯৩৯)

১০. দ্য ডেভিল ব্যাট(১৯৪০)

১১. দ্য ব্লন্ড ফ্রম সিঙ্গাপুর (১৯৪১)

১২. ফ্রিস্কো লিল (১৯৪২)

১৩. লিটল টোকিও, ইউএসএ (১৯৪২)

১৪. এ ম্যান'স ওয়ার্ল্ড (১৯৪২)

১৫. লিউর অফ দ্য আইল্যান্ডস(১৯৪২)

১৬. দ্য ড্যান্সিং মাস্টার্স (১৯৪৩)

১৭. হাউজ অফ ড্রাকুলা(১৯৪৫)

১৮. মিট মি অন ব্রোডওয়ে (১৯৪৬)

১৯. হাউজ অফ হরর্স (১৯৪৬)

২০. শি-উল্ফ অফ লন্ডন্স(১৯৪৬)

২১. দ্য কর্প্স কেম সি.ও.ডি (১৯৪৭)

২২. বিউটি অন প্যারাড (১৯৫০)

২৩. দি হুইপ হ্যান্ড(১৯৫১)

২৪. রোডব্লক (১৯৫১)

২৫. ম্যান ইন দ্যা ডার্ক (১৯৫৩)

২৬. ট্যাঞ্জিয়ার ইন্সাইডেন্স (১৯৫৩)

২৭. লুপহোল (১৯৫৪)

২৮. ক্রাই ভেঞ্জিন্স (১৯৫৪)

বহিঃসংযোগ[সম্পাদনা]

George Bricker at IMDB

গ্রন্থপঞ্জি[সম্পাদনা]

Blottner, Gene. Columbia Pictures Movie Series, 1926-1955: The Harry Cohn Years. McFarland, 2011.

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Blottner p.302