বিষয়বস্তুতে চলুন

জয়দেব মল্ল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জয়দেব মল্ল (নেপালি: जयदेव मल्ल) ১৩ শতকে নেপালের একজন মল্ল রাজবংশের রাজা ছিলেন। তিনি ১২৬০ সালে শাসক ছিলেন বলে জানা যায় যখন ১২৬০ সালের ভূমিকম্প উপত্যকায় আঘাত হানে, ১২৫৫ সালের ভূমিকম্পের মাত্র পাঁচ বছর পরে। [] ১২৫৫ সালের ভূমিকম্পে অভয়া মল্ল মারা যাবার পর তার শাসন শুরু হয় এবং ১২৬০ সালের ভূমিকম্পে শেষ হয়।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "www.dpnet.org.np"। ২০০৯-০১-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৯-১০-২৭