জয়কৃষ্ণ হালদার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়কৃষ্ণ হালদার
পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
২০০৬-২০১১
পূর্বসূরীপ্রবোধ পুরকাইত
উত্তরসূরীRamsankar Halder
সংসদীয় এলাকাকুলতলি
ব্যক্তিগত বিবরণ
জন্ম১৯৫৮
রাজনৈতিক দলসোশ্যালিস্ট ইউনিটি সেন্টার অফ ইন্ডিয়া (কমিউনিস্ট)

জয়কৃষ্ণ হালদার হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ, যিনি ভারতের সোশ্যালিস্ট ইউনিটি সেন্টার (কমিউনিস্ট) এর সদস্য। তিনি ২০০৬ থেকে ২০১১ সালের মধ্যে পশ্চিমবঙ্গের বিধানসভার সদস্য ছিলেন, কুটালি আসনের প্রতিনিধিত্ব করেছিলেন। হালদার ২০১১ সালের নির্বাচনে সিপিআই(এম) প্রার্থী রামশঙ্কর হালদারের কাছে কুটালি আসন হারান, ১৯৭৭ সালের পর প্রথমবার SUCI(C) এই আসনটি হারায়। SUCI(C) ভারতীয় জাতীয় কংগ্রেস তাদের প্রার্থীকে পরাজিত করার জন্য সিপিআইএম-কে সহযোগিতা করার অভিযোগ করেছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "With one seat, Trinamool ally SUCI says will sit in Oppn"archive.ph। ২০১৩-০১-২৬। ২৬ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২২