জবা চৌধুরী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জবা চৌধুরী
জন্ম১৯৪৭
মৃত্যু (বয়স ৭৩)
অন্যান্য নামজোবায়দা খাতুন
পরিচিতির কারণজিঘাংসা (১৯৭৪)
দাম্পত্য সঙ্গীআবু তাহের

জবা চৌধুরী বা জোবায়দা খাতুন (১৯৪৭-৩ মে ২০২০) বাংলাদেশী চলচ্চিত্র ও মঞ্চনাটকের অভিনেত্রী।[১]

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

চৌধুরী জিঘাংসা চলচ্চিত্রে অভিনয় শেষে এ চলচ্চিত্রের প্রযোজক আবু তাহেরের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। দাম্পত্য জীবনে তার কোনো সন্তান ছিলো না। তিনি ১৯৯৩ সাল পর্যন্ত ঢাকায় বসবাস করেন।[২] ২০২০ সালে তার মৃত্যুতে তিনি পুনরায় আলোচনায় আসেন।[৩] বাংলাদেশের মূলধারা জাতীয় দৈনিকে তাকে হারিয়ে যাওয়া চিত্র নায়িকা দাবি করা হয়। তাকে নিয়ে দেশটির জাতীয় দৈনিক প্রথম আলোতে শিরোনাম করে ‘৪৫ বছর পর নায়িকার খোঁজ মিলল মৃত্যুর খবরে’

অভিনয়[সম্পাদনা]

তিনি ১৯৭৪ সালে জিঘাংসা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন। বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী তার অভিনীত চলচ্চিত্রটি ব্যাপক আলোচনায় আসে। পরবর্তীতে তিনি আর কোনো চলচ্চিত্রে অংশ নেননি।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "৪৫ বছর পর নায়িকার খোঁজ মিলল মৃত্যুর খবরে"prothomalo.com। ৩ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০ 
  2. "৪৫ বছর ধরে নিখোঁজ নায়িকা, খোঁজ মিলল মৃত্যুর খবরে"jugantor.com। ৪ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০ 
  3. "সত্তর দশকের হিট ছবির নায়িকা জবা চৌধুরী মারা গেছেন"rtvonline.com। ৪ মে ২০২০। সংগ্রহের তারিখ মে ৪, ২০২০