বিষয়বস্তুতে চলুন

জন বিফেন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চিত্র:John-Biffen.jpg

উইলিয়াম জন বিফেন, ব্যারন বিফেন, পিসি, DL (৩ নভেম্বর ১৯৩০ - ১৪ আগস্ট ২০০৭), ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি ১৯৬১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত সংসদ সদস্য ছিলেন এবং মার্গারেট থ্যাচারের মন্ত্রিসভায় দায়িত্ব পালন করেন; এরপর তিনি হাউস অফ লর্ডসে দায়িত্ব পালন করেন।

বিফেন ১৯৭৯ সালে সারাহ উডকে বিয়ে করেন। তার এক সৎপুত্র ছিল, নিকোলাস উড, নিউ ইয়র্ক টাইমস এবং ইন্টারন্যাশনাল হেরাল্ড ট্রিবিউনের একজন সংবাদদাতা এবং একজন সৎ কন্যা লুসি।[] পরিবার টানাট হাউস, Llanyblodwel এ বাস করত।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Lords Hansard text for 6 December 2005 (51206-22)"। Parliament of the United Kingdom। ২৮ অক্টোবর ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ সেপ্টেম্বর ২০১৭ 
  2. Shropshire County Guide। British Publishing Company, Gloucester। ১৯৮৮। পৃষ্ঠা 121আইএসবিএন 0-903802-40-6 

গ্রন্থপঞ্জি

[সম্পাদনা]
  • জন বিফেন, নেশন ইন ডাউট (রক্ষণশীল রাজনৈতিক কেন্দ্র, 1976)।
  • জন বিফেন, রাজনৈতিক অফিস, নাকি রাজনৈতিক ক্ষমতা? : জাতীয় ও আন্তর্জাতিক বিষয়ক ছয়টি বক্তৃতা ( সেন্টার ফর পলিসি স্টাডিজ, 1977)।
  • জন বিফেন, 'দ্য কনজারভেটিজম অফ লেবার', মরিস কাউলিং (সম্পাদনা), রক্ষণশীল রচনা (ক্যাসেল, 1978), পিপি। 155-167।
  • জন বিফেন, 'ইনসাইড দ্য হাউস অফ কমন্স', (1989)।
  • জন বিফেন, ইনসাইড ওয়েস্টমিনস্টার (Andre Deutsch Ltd, 1996)।

বহিঃসংযোগ

[সম্পাদনা]