জন বারট্রাম (মল্লক্রীড়াবিদ)
অবয়ব
জন ল্যাভারস বারট্রাম (৩ জুন ১৯২৫ – ২০ নভেম্বর ২০১৪) ছিলেন একজন অস্ট্রেলীয় ট্র্যাক এবং ফিল্ড অ্যাথলেট যিনি ১৯৪৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে ১০০ মিটার, ৪০০ মিটার এবং ৪ × ১০০ মিটার রিলেতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।[১]
ব্যক্তিগত জীবন
[সম্পাদনা]দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বার্ট্রাম রয়্যাল অস্ট্রেলিয়ান নেভিতে একজন দক্ষ নাবিক হিসেবে নিউ গিনিতে দায়িত্ব পালন করেন।[১][২]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "John Bartram"। Olympedia। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।
- ↑ "World War Two Service"। Australian Government – Department of Veteran's Affairs। সংগ্রহের তারিখ ১৫ জানুয়ারি ২০২১।