জন নিকোলসন
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | জন ফেয়ারলেস উইলিয়াম নিকোলসন | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ১৯ জুলাই, ১৮৯৯ ডারবান, নাটাল, দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১৮ ডিসেম্বর, ১৯৩৫ কিলকিল, উত্তর আয়ারল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | ব্যাটসম্যান | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল |
| |||||||||||||||||||||||||||||||||||||||
টেস্ট অভিষেক (ক্যাপ ১২১) | ২১ জানুয়ারি ১৯২৮ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টেস্ট | ৪ ফেব্রুয়ারি ১৯২৮ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১৬ জুন ২০২০ |
জন ফেয়ারলেস উইলিয়াম নিকোলসন (ইংরেজি: John Nicolson; জন্ম: ১৯ জুলাই, ১৮৯৯ - মৃত্যু: ১৮ ডিসেম্বর, ১৯৩৫) নাটালের ডারবান এলাকায় জন্মগ্রহণকারী দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৯২০-এর দশকের শেষদিকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।[১]
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে নাটাল ও ইংরেজ ক্রিকেটে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ বামহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন। এছাড়াও, ডানহাতে বোলিংয়ে পারদর্শী ছিলেন জন নিকোলসন।
প্রথম-শ্রেণীর ক্রিকেট[সম্পাদনা]
১৯২৩ সাল থেকে ১৯২৯-৩০ মৌসুম পর্যন্ত জন নিকোলসনের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেছেন জন নিকোলসন। এখানে অবস্থানকালেই ক্লাব ক্রিকেট খেলতে শুরু করেন। তবে, কেবলমাত্র একবারই প্রথম-শ্রেণীর ক্রিকেটে অংশ নেয়ার সুযোগ ঘটেছিল তার।
১৯২৩ সালে ওয়েস্ট ইন্ডিয়ান একাদশের বিপক্ষে বিশ্ববিদ্যালয় দলের সদস্যরূপে অংশ নেন।[২] তবে, দক্ষিণ আফ্রিকায় নিয়মিতভাবে নাটাল দলের পক্ষে খেলেন। ১৯২৩-২৪ মৌসুম থেকে পরবর্তী পাঁচ বছর বামহাতি উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলতেন। তার স্মরণে দ্য টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয় যে, তিনি বেশ দক্ষ ছিলেন ও রক্ষণাত্মক ধাঁচে খেলতেন। তবে, লেগ সাইডের বলগুলোয় বেশ জোড়ালো ভঙ্গীমায় আঘাত হানতেন।[২]
১৯২৬-২৭ মৌসুমে নিজস্ব স্বর্ণালী মৌসুম অতিবাহিত করেন। এ মৌসুমেই তিনি তার খেলোয়াড়ী জীবনের তিনটি শতরানের ইনিংস খেলেন। তন্মধ্যে, ব্লুমফন্তেইনে অরেঞ্জ ফ্রি স্টেটের বিপক্ষে অপরাজিত ২৫২ রান তুলেছিলেন। এ পর্যায়ে পঞ্চম উইকেটে জ্যাক সিডলের সাথে ৪২৪ রানের জুটি গড়েন। জ্যাক সিডল করেন ১৭৪ রান। ঐ সময়ে তাদের এ সংগ্রহটি দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রানের মর্যাদা পায়। এছাড়াও, জুন, ২০২০ সাল পর্যন্ত প্রথম উইকেটে দক্ষিণ আফ্রিকান রেকর্ড হিসেবে টিকে রয়েছে স্ব-মহিমায়।[৩][৪]
আন্তর্জাতিক ক্রিকেট[সম্পাদনা]
সমগ্র খেলোয়াড়ী জীবনে তিনটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন জন নিকোলসন। সবগুলো টেস্টই ইংল্যান্ডের বিপক্ষে খেলেছিলেন তিনি। ২১ জানুয়ারি, ১৯২৮ তারিখে ডারবানে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। ৪ ফেব্রুয়ারি, ১৯২৮ তারিখে একই মাঠে ও একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।
১৯২৭-২৮ মৌসুমে রনি স্ট্যানিফোর্থের নেতৃত্ব ইংল্যান্ড দল দক্ষিণ আফ্রিকা গমনে আসে। সিরিজের তৃতীয় টেস্ট খেলার জন্যে তাকে দক্ষিণ আফ্রিকা দলে অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয় ইনিংসে তিনি ৭৮ রান তুলেন। পরবর্তীতে এ সংগ্রহটিই তার খেলোয়াড়ী জীবনের সর্বোচ্চ হিসেবে রয়ে যায়।
অবসর[সম্পাদনা]
সিরিজের পরবর্তী দুই টেস্টেও তাকে দলে রাখা হয়। পরের মৌসুমে দক্ষিণ আফ্রিকান ঘরোয়া ক্রিকেটে তেমন ভালো খেলা উপহার দিতে পারেননি। ফলশ্রুতিতে, ১৯২৯ সালে ইংল্যান্ড গমনার্থে তাকে দলে রাখা হয়নি।
১৯২৯-৩০ মৌসুমে কয়েকটি খেলায় অংশগ্রহণের পর প্রথম-শ্রেণীর ক্রিকেট খেলা থেকে অবসর গ্রহণ করেন। মৃত্যু পূর্ব-পর্যন্ত কাউন্টি ডাউনের কিলকিল এলাকায় মোর্ন গ্র্যাঞ্জ স্কুলে তিন বছর ধরে কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন।[২] ১৮ ডিসেম্বর, ১৯৩৫ তারিখে মাত্র ৩৬ বছর বয়সে আয়ারল্যান্ডের মোর্ন গ্র্যাঞ্জ এলাকায় জন নিকোলসনের দেহাবসান ঘটে। মৃত্যু সনদে তাকে জন ফেয়ারলেস উইলিয়াম নিকোলসন নামে লেখা হয়েছিল।
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "John Nicolson"
। www.cricketarchive.com। সংগ্রহের তারিখ ২০১২-০১-১২।
- ↑ ক খ গ "Death of J. F. W. Nicolson"। The Times (47252)। London। ২০ ডিসেম্বর ১৯৩৫। পৃষ্ঠা 5।
- ↑ "Scorecard: Orange Free State v Natal"
। www.cricketarchive.com। ১৯২৬-১২-৩০। সংগ্রহের তারিখ ২০১২-০২-০২।
- ↑ "Easterns pair go big, break record"। SA Cricket Mag। সংগ্রহের তারিখ ১৭ জানুয়ারি ২০২০।
আরও দেখুন[সম্পাদনা]
- আর্চিবল্ড পাম
- উইলিয়াম ব্রান
- দক্ষিণ আফ্রিকান টেস্ট ক্রিকেটারদের তালিকা
- প্রথম-শ্রেণীর ক্রিকেট দলসমূহের বর্তমান তালিকা
- আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণকারী পরিবারের তালিকা
বহিঃসংযোগ[সম্পাদনা]
- ইএসপিএনক্রিকইনফোতে জন নিকোলসন (ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে জন নিকোলসন (সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)