জনি ইংলিশ
অবয়ব
জনি ইংলিশ | |
---|---|
![]() প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
পরিচালক | পিটার হুয়িট |
প্রযোজক | টিম বেভান এরিক ফেলনার মার্ক হাফেম |
রচয়িতা | নিল পুরভিস রবার্ট ওয়েড উইলিয়াম ডেভিয়েস |
শ্রেষ্ঠাংশে | রোয়ান অ্যাটকিনসন নাটালি ইম্ব্রুগলিয়া জন মালকোভিচ বেন মিলার |
সুরকার | এডওয়ার্ড শেরমুর |
চিত্রগ্রাহক | রেমি আডেফ্রাসিন |
সম্পাদক | রবিন সেলস |
প্রযোজনা কোম্পানি | |
পরিবেশক | ইউনিভার্সাল স্টুডিওস |
মুক্তি | ১১ এপ্রিল ২০০৩ |
স্থিতিকাল | ৮৮ মিনিট |
দেশ | যুক্তরাজ্য ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্র[১] |
ভাষা | ইংরেজি ফরাসি |
নির্মাণব্যয় | $৩৫[২]-৪০ মিলিয়ন[৩] |
আয় | $১৬০.৫৮ মিলিয়ন[৩] |
জনি ইংলিশ (কিছু দেশে "লিটল ব্রাদার অফ জেমস বন্ড) হলো ২০০৩ সালে মুক্তিপ্রাপ্ত গোয়েন্দা-হাস্যরস চলচ্চিত্র। যেটি পরিচালনা করেছেন পিটার হয়িট এবং রচনা করেছেন নিল পুরভিস, রবার্ট ওয়েড এবং উইলিয়াম ডেভিস। এটি ব্রিটিশ-ফ্রেঞ্চ যৌথ প্রযোজনায় নির্মিত যেটি স্টুডিওক্যানাল প্রযোজনা করেছে এবং ইউনিভার্সাল পিকচার্স এর পরিবেশক।
এটি জনি ইংলিশ ফ্রাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র। এটি মূলত গোয়েন্দা প্রধান চলচ্চিত্র, বিশেষ করে জেমস বন্ড চলচ্চিত্র গুলোর একটি প্যারোডি স্বরুপ ছিল। এতে মূল চরিত্রে অভিনয় করেছেন রোয়ান অ্যাটকিনসন।
অভিনয়শিল্পীদল
[সম্পাদনা]- রোয়ান অ্যাটকিনসন - জনি ইংলিশ
- নাটালি ইম্ব্রুগলিয়া - লর্না ক্যামবেল
- জন মালকোভিচ - পাসকেল সভেজ
- বেন মিলার - অ্যাঙ্গাস বোগ
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ http://old.radiotimes.com/servlet_film/com.icl.beeb.rtfilms.client.simpleSearchServlet?frn=36919&searchTypeSelect=5[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ http://www.imdb.com/title/tt0274166/business
- ↑ ক খ "Johnny English (2003)"। Box Office Mojo। সংগ্রহের তারিখ ২০০৯-০১-১৩।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- দাপ্তরিক ওয়েবসাইট
- ইন্টারনেট মুভি ডেটাবেজে জনি ইংলিশ (ইংরেজি)
- বক্স অফিস মোজোতে জনি ইংলিশ (ইংরেজি)
- রটেন টম্যাটোসে জনি ইংলিশ (ইংরেজি)
- মেটাক্রিটিকে জনি ইংলিশ (ইংরেজি)
বিষয়শ্রেণীসমূহ:
- ২০০৩-এর চলচ্চিত্র
- ২০০৩-এর মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ২০০০-এর দশকের দুঃসাহসিক হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ফরাসি চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ব্রিটিশ চলচ্চিত্র
- ব্রিটিশ দুঃসাহসিক হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ব্রিটিশ গুপ্তচর চলচ্চিত্র
- ইংরেজি ভাষার চলচ্চিত্র
- পিটার হাওইট পরিচালিত চলচ্চিত্র
- কাল্পনিক গোপন এজেন্ট ও গোয়েন্দা
- লন্ডনে ধারণকৃত চলচ্চিত্র
- বাকিংহামশায়ারে ধারণকৃত চলচ্চিত্র
- হার্টফোর্ডশায়ারে ধারণকৃত চলচ্চিত্র
- কেন্টের পটভূমিতে চলচ্চিত্র
- গোয়েন্দা হাস্যরসাত্মক চলচ্চিত্র
- স্টুডিওক্যানেলের চলচ্চিত্র
- ওয়ার্কিং টাইটেল ফিল্মসের চলচ্চিত্র
- লন্ডনের পটভূমিতে চলচ্চিত্র
- ইউনিভার্সাল পিকচার্সের চলচ্চিত্র
- ২০০০-এর দশকের ইংরেজি ভাষার চলচ্চিত্র
- ইংরেজি ভাষার রোমাঞ্চকর হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ইংরেজি ভাষার মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র
- ব্রিটিশ মারপিটধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র