বিষয়বস্তুতে চলুন

চেকার শেডো ইল্যুশন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
A এবং B দুইটি ঘরেরই একই রং ধূসর।

চেকার শেডো ইল্যুশন (English: Checker shadow illusion) একটি দৃষ্টিভ্রম যা দৃষ্টি বিজ্ঞানের অধ্যাপক ইডওয়ার্ড এইচ এডিলসনকৃতক ১৯৯৫ তে এমআইটিতে প্রকাশিত হয়। []

বর্ণনা

[সম্পাদনা]

এই ছবিতে একটি ধূসর ও তুলনামূলক উজ্জ্বল রঙের একটি দাবাঘর দেখা যায়। যার উপর অন্য একটি জিনিসের ছায়া পড়ে। দৃষ্টিভ্রম হয় A মার্ক করে দেখানো ঘরটি B মার্ক করা ঘর থেকে গাঢ় রংয়ের যদিও দুটির রং এক।

প্রমান

[সম্পাদনা]
একই রং এর একটি আয়তক্ষেত্র দিয়ে দুইটি A ও B যোগ করে।

নিন্মলিখিত ভাবে প্রমাণ করা যায়ঃ

  • ছবি সম্পাদনা বা ফোটো এডিটিং টুল দিয়ে দুইটি ঘরের রং কালার আইড্রপার দিয়ে পরিক্ষা করে।
  • দুটি ঘর আলাদা করে কেটে নিয়ে পাশাপাশি দেখলে।
  • ঘরদুটি ব্যতীত অন্য সবকিছু মুছে দিয়ে।
  • ফোটোমিটার ব্যবহার।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Adelson, Edward H. (২০০৫)। "চেকার শেডো ইল্যুশন"। ২০২৩-০৮-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৭-০৪-২১