বিষয়বস্তুতে চলুন

চিত্র আলোচনা:নোয়াখালী জিলা স্কুল-এর লোগো.svg

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৪ দিন আগে "পার্থক্য দেখতে পাচ্ছি" অনুচ্ছেদে

পার্থক্য দেখতে পাচ্ছি[সম্পাদনা]

@ImamAnik: এটির সাথে আপলোডকৃত লোগোটি মিলছে না। যেমন: লোগোর মাঝে বইয়ের অংশ, মোমবাতির আলোর মিল নেই, তিনটি তারকা নেই, ও কিছু লেখা বেশী চ্যাপ্টা। দয়া করে চিত্র:নোয়াখালী জিলা স্কুল.jpg অনুকরণে লোগো বানান। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:২৩, ২০ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান, চিত্র:নোয়াখালী জিলা স্কুল.jpg বিদ্যালয়ের লোগোর পুরোনো সাদাকালো সংস্করণ যেটা বর্তমানে শুধু নোটিশ বিজ্ঞপ্তিতে ব্যবহৃত হয়। নতুন রঙিন লোগোটি ওয়েবসাইট ছাড়াও বিদ্যালয়ের ম্যাগাজিনে ও অন্যান্য ক্ষেত্রে (যেমন এখানে) ব্যবহার করা হচ্ছে। এমনকি এই দুটো ছাড়াও আরও কিছু সংস্করণ বিদ্যমান। তাই এক্ষেত্রে বিদ্যালয়ের দাপ্তরিক ওয়েবসাইটকেই অনুসরণ করা হয়েছে। ইমামঅনিক (আলাপ) ২১:১০, ২০ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
ওয়েবসাইটের লোগোটিকে জুম করে তীক্ষ্ণ নজরে দেখলে বই ও মোমবাতির আলোর অংশটুকু একটু বোঝা যায়। আমার কাছে বিদ্যালয়ের ম্যাগাজিন আছে, সেটা ও ওয়েবসাইট মিলিয়ে লোগো তৈরি করে হয়েছে। এছাড়া আপনি বলার পর আমি এটা খুঁজে পেয়েছি। যদি কোনো ভালো মানের উৎস খুঁজে পাই আমি সেটা যোগ করে দিব। আশা করি এখন আপনার সন্দেহ দূর হয়েছে। ইমামঅনিক (আলাপ) ০৬:০৮, ২১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@ImamAnik, ধন্যবাদ আপনাকে। তবে কোন লোগোটি বর্তমানে তারা ব্যবহার করছে তা জানা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে সাদা-কালো লোগোটি ব্যবহার করতে দেখছি। অপেক্ষা করুন, আমি খুঁজে দেখি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৯, ২১ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান, ভাই একটু দ্রুত দেখুন। তাছাড়া এখন কোনটি ব্যবহার করা হচ্ছে আমি শুরুতেই ব্যাখ্যা করেছি। উপরের লিংকের পেজে ঢুকলে আরও ছবি পাবেন। ইমামঅনিক (আলাপ) ১৮:১০, ২২ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আপনি আর কথা চালাতে আগ্রহী না হলে আমি আগের লোগোতে অপসারণ ট্যাগ ফিরিয়ে আনব। ধন্যবাদ। ইমামঅনিক (আলাপ) ১৭:১০, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন
আমি বলি নাই আমি আগ্রহী না। আমি বলেছি তারা বর্তমানে কোন লোগো ব্যবহার করছে তা জানা দরকার, কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমি তাদেরকে সাদা-কালো লোগোটি ব্যবহার করতে দেখছি। আমি তাদের ইমেইল করেছি, দেখি উত্তর পাই কিনা। আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৪৩, ২৩ জুন ২০২৪ (ইউটিসি)উত্তর দিন