চরমক্ষণ
অবয়ব
কোনও গল্প বা আখ্যানমূলক রচনার চরমক্ষণ বা সন্ধিক্ষণ বলতে সেটির ক্রমবর্ধমান উত্তেজনা ও নাটকীয়তার চরম পরিণতি নির্দেশকারী শীর্ষবিন্দুকে বোঝায়, বা এমন একটি ক্ষণকে বোঝায়, যখন কোনও সমস্যার সমাধান প্রদান করার উদ্দেশ্যে সক্রিয় কার্যকলাপ শুরু হয়।[১][২][টীকা ১] গল্পের চরমক্ষণ এক ধরনের সাহিত্যিক উপাদান।
ভাবাবরোহ
[সম্পাদনা]চরমক্ষণের বিপরীত ধারণাটি হল ভাবাবরোহ।[টীকা ২] এটি গল্পের কাহিনীতে এমন একটি পরিস্থিতির ক্ষেত্রে প্রযোজ্য যেখানে ক্রমবর্ধমান নাটকীয়তা ও উৎকণ্ঠা-উত্তেজনায় ভরপুর আপাতদৃষ্টিতে খুবই কঠিন কোনও সমস্যা শেষ পর্যন্ত খুবই তুচ্ছ কিছুর মাধ্যমে সমাধান করা হয়।
টীকা
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Robert Herrick; Lindsay Todd Damon (১৯০২)। Composition and Rhetoric for Schools। Original from Harvard University: Scott, Foresman and Co.। পৃষ্ঠা 382।
- ↑ Jefferson Butler Fletcher; George Rice Carpenter (১৮৯৩)। Introduction to Theme-writing। Original from Harvard University: Allyn & Bacon। পৃষ্ঠা 84।