চন্দ্রমতী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চন্দ্রমতী
জন্ম (1954-01-17) ১৭ জানুয়ারি ১৯৫৪ (বয়স ৭০)
তিরুবনন্তপুরম, কেরালা, ভারত
ছদ্মনামচন্দ্রমতী
পেশা
ভাষাইংরেজি, মালয়ালম
জাতীয়তাভারতীয়
শিক্ষা প্রতিষ্ঠানকেরালা বিশ্ববিদ্যালয়
উল্লেখযোগ্য পুরস্কারপদ্মরাজন পুরস্কার, কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার
ওয়েবসাইট
chandrikabalan.com

চন্দ্রিকা বালান (জন্ম ১৭ জানুয়ারি ১৯৫৪) হলেন একজন ভারতীয় লেখক, যিনি চন্দ্রমতী (মালয়ালম: ചന്ദ്രമതി) নামে ইংরেজি এবং মালয়ালম ভাষায় বই প্রকাশ করেছেন। তিনি কথাসাহিত্যের লেখক, একজন অনুবাদক,[১] এবং ইংরেজি ও মালয়ালমে সাহিত্য সমালোচক[২] চন্দ্রমতী ইংরেজিতে চারটি এবং মালয়ালম ভাষায় ২০টি বই প্রকাশ করেছেন, যার মধ্যে রয়েছে ১২টি ছোট গল্পের সংকলন, মধ্যযুগীয় মালয়ালম কবিতার একটি সংকলন, দুইটি প্রবন্ধের সংগ্রহ, দুইটি স্মৃতিকথা এবং ইংরেজি থেকে অনুবাদ করা পাঁচটি বই। মালয়ালম চলচ্চিত্র নজান্দুকালুদে নাটিল ওরিদাভেলা তার বইয়ের উপর ভিত্তি করে তৈরি।[৩]

জীবনী[সম্পাদনা]

চন্দ্রমতীর জন্ম কেরালার তিরুবনন্তপুরমে। তিনি ১৯৭৬ সালে কেরালা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি ভাষা ও সাহিত্যে স্নাতক ডিগ্রি পান। ১৯৮৮ সালে তিনি কেরালা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি তিরুবনন্তপুরমের অল সেন্টস কলেজে ইংরেজি সাহিত্যের অধ্যাপক ছিলেন।[৪] ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত তিনি মধ্যযুগীয় ভারতীয় সাহিত্যের নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।[১] তিনি ১৯৯৯[৫] সালে সবচেয়ে অসামান্য শিক্ষক হিসেবে অধ্যাপক শিবপ্রসাদ ফাউণ্ডেশন পুরস্কার এবং ২০০২ সালে কেরালার সেরা কলেজ শিক্ষক হিসেবে সেন্ট বার্চম্যানস কলেজের অ্যালামনাই অ্যাসোসিয়েশন পুরস্কার পান।[৬] ১৯৯৮ সালে তিনি সাহিত্য অকাদেমির সাংস্কৃতিক বিনিময় কর্মসূচির অধীনে ১০ জন ভারতীয় লেখকের একটি দলের সাথে সুইডেন সফর করেন। এই পরিদর্শন তাকে ছোট গল্প "রেইনডিয়ার" লিখতে অনুপ্রাণিত করেছিল।[৪]

পুরস্কার[সম্পাদনা]

  • থোপপিল রবি ফাউন্ডেশন অ্যাওয়ার্ড (১৯৯৫)[১]
  • বছরের সেরা ছোট গল্পের জন্য ভি পি শিবকুমার স্মারক কেলি পুরস্কার (১৯৯৬)
  • কথাসাহিত্য ও অনুবাদের জন্য কথা জাতীয় পুরস্কার (১৯৯৭)[১]
  • ১৯৯৭ সালের শ্রেষ্ঠ কথাসাহিত্য সংগ্রহের জন্য স্টেট ব্যাঙ্ক অফ ট্রাভাঙ্কোর সাহিত্য পুরস্কার। (১৯৯৮)
  • সেরা কাজের জন্য ওদাক্কুঝাল পুরস্কার, ১৯৯৮।
  • শ্রেষ্ঠ কথাসাহিত্য-১৯৯৬-১৯৯৮-এর জন্য কেরালা সাহিত্য আকাদেমি পুরস্কার। (১৯৯৯)
  • ২০০৩ সালের সেরা নারী লেখকের জন্য মুথুকুলম পার্বতী আম্মা পুরস্কার। (২০০৪)
  • শ্রেষ্ঠ কথাসাহিত্যের জন্য এপিকালক্কদ পুরস্কার। (২০০৪)
  • সেরা রচনা সংগ্রহের জন্য কেরালা সাহিত্য আকাদেমি সিবিকুমার এনডাউমেন্ট পুরস্কার। (২০০৫)
  • ২০০৬ সালের সেরা ছোট গল্পের জন্য পদ্মরাজন পুরস্কার। (২০০৭)[৭]
  • মালয়ালমে শ্রেষ্ঠ লেখকের জন্য কাইরালি পুরস্কার (নিউ ইয়র্ক) (২০০৭)
  • সেরা নারী লেখকের জন্য অবনীবালা পুরস্কার (২০০৯)[৪]
  • শর্ট ফিকশনের সেরা কাজের জন্য ওভি বিজয়ন পুরস্কার। ইন্ডিয়ান এক্সপ্রেস। ২৩ অক্টোবর ২০১৬।
  • সাহিত্যকর্মের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের জন্য প্রথম স্নেহাথালাম পুরস্কার। ২০১৮
  • মালয়ালম সাহিত্যে মোট অবদানের জন্য পট্টম রামচন্দ্রন নায়ার স্মারক পুরস্কার। ২০২২।

নির্বাচিত কাজ[সম্পাদনা]

ইংরেজিতে বই[সম্পাদনা]

  • ভি কে কৃষ্ণ মেনন । (সহ-লেখক)। মাদ্রাজ: ম্যাকমিলান, ১৯৯০।
  • সেরা প্রিয় গল্প । (সহ-সম্পাদক)। মাদ্রাজ: অনু চিত্র, ১৯৯১।
  • প্রাইভেট গার্ডেন : যুদ্ধোত্তর ব্রিটিশ নাটকে পরিবার । (লেখক). নতুন দিল্লি: একাডেমিক ফাউন্ডেশন, ১৯৯৩।
  • সমালোচনামূলক স্পেকট্রাম: সমসাময়িক সাহিত্য তত্ত্বের প্রতিক্রিয়া । (সম্পাদক)। কলকাতা : প্যাপিরাস, ১৯৯৩।
  • আর্য এবং অন্যান্য গল্প । হায়দ্রাবাদ: ওরিয়েন্ট ব্ল্যাকসওয়ান, ২০১৪।[৮]
  • অদৃশ্য দেয়াল। উপন্যাস. নিয়োগী বুকস, নিউ দিল্লি দ্বারা প্রকাশিত।২০১৮।

মালায়লাম বই: কথাসাহিত্য[সম্পাদনা]

  • আর্যাবর্তনম । [আর্য পুনরাবৃত্তি]। কোট্টায়াম: ডিসি বুকস, ১৯৯৫।
  • দেবীগ্রাম । [দেবীর গ্রাম] কোট্টায়াম: ডিসি বুকস, ১৯৯৭।
  • বল্গাহরিণ . কালিকট: তুঁত, ১৯৯৮।
  • স্বয়ম, স্বান্তম । [আমি, আমার]। ত্রিভান্দ্রম: প্রভাথ বই, ১৯৯৯।
  • ভেথালকথাকাল । [ভেটালের গল্প]। ত্রিশুর : বর্তমান বই, ১৯৯৯।
  • দৈবম স্বর্গথিল । [ঈশ্বর স্বর্গে আছেন]। কোট্টায়াম: ডিসি বুকস, ২০০০।
  • ঠাটারক্কুদিলে বিগ্রহঙ্গল । [কামার রাস্তার প্রতিমা]। কোল্লাম: সংকীর্তনম- পাবলিশার্স, ২০০২।
  • আন্নায়ুদে আথাজাভিরুন্দু । [আন্নার ভোজ]। কোট্টায়াম: ডিসি বুকস, ২০০৬.
  • এন্টে প্রিয়পেত্তা কথাকাল । [গল্পগুলো আমার প্রিয়]। কোট্টায়াম: ডিসি বই
  • চন্দ্রমাথিউডে কথাকাল । [সমস্ত গল্প সংকলন]।কোট্টায়াম: ডিসি বুকস, ২০০৯.
  • আইভিদে ওরু টেকি। [এখানে একজন প্রযুক্তিবিদ]।কোট্টায়াম: ডিসি বুকস, ২০১০.
  • শার্লক হোমস . [শিশুদের জন্য গল্প]। কালিকট : পূর্ণা পাবলিকেশন্স, ২০১০।

অপর্ণায়ুদে থাদাভারকাল (অস্বাথিউডেথুম) [ অপর্ণার কারাগার; অশ্বথীরও। উপন্যাস]। কোট্টায়াম: ডিসি বুকস ২০১৩

  • নিঙ্গল নিরীক্ষানাথীলানু" [আপনি নজরদারিতে আছেন]। কোট্টায়াম: ডিসি বুকস , ২০১৭
  • ঘোরাঘুরি। কোট্টায়াম: ডিসি বুকস। ২০২০

শিশুসাহিত্য

  • শার্লক হোমস কালুকট: পূর্ণা
  • থানথিলাক্কাম। কালিকট: মাতৃভূমি
  • স্নেহপূর্বম নিকিতা। কোট্টায়াম: ডিসিবুকস
  • ইশতাক্কুত্তিয়ুম ইশতাল্লাক্কুত্তিয়ুম। এইচএন্ডসি বই। ২০২৩

মালয়ালম বই: নন-ফিকশন[সম্পাদনা]

  • মধ্যকাল মালয়ালা কবিতা । [মধ্যযুগীয় মালায়ালাম কবিতা] (সহ-সম্পাদক)। নতুন দিল্লি : ন্যাশনাল বুক ট্রাস্ট, ১৯৯৮।
  • পেরিলা প্রসনাঙ্গল । [একটি নাম ছাড়া সমস্যা]. ত্রিশুর: বর্তমান বই, ২০০৩।
  • নজান্দুকালুদে নাত্তিল ওরু ইদাভেলা । [ কাঁকড়ার দেশে একটি ব্যবধান : ক্যান্সার স্মৃতি]। কোট্টায়াম: ডিসি বুকস, ২০০৬।
  • সূর্যরাজাবন্তে প্রণয়িনী । [সূর্য-দেবতার প্রেমিক]। কোট্টায়াম : ডিসি বই, ২০০৭।
  • নজান ওরু ভিদু । [আমি, একটি ঘর]। (শৈশব স্মৃতি)। ত্রিচুর: এইচএন্ডসি, ২০১০। ২০২২ সালে এইচএন্ডসি দ্বারা সংশোধিত সংস্করণ।
  • অলিভারুড ডায়েরিক্কুরিপুকাল। [রাস্কিন বন্ডের উপন্যাস মিস্টার অলিভারের ডায়েরি]। কোট্টায়াম: ডিসি বুকস, ২০১১।

নিভিন পাওলির সর্বশেষ মালয়ালম মুভি — নজান্দুকালুদে নাটিল ওরু ইদাভেলা চন্দ্রমতীর নজান্দুকালুদে নাটিল ওরু ইদাভেলা নামের সুপরিচিত স্মৃতিকথার উপর ভিত্তি করে তৈরি যা ক্যান্সারের সাথে তার দীর্ঘ লড়াই এবং বেঁচে থাকার একটি আত্মজীবনীমূলক গল্প।

  • লেনিন রাজেন্দ্রনের পুরস্কার বিজয়ী সিনেমা രാത്രിമഴ (রাত্রি বৃষ্টি) তার ছোট গল্প "ওয়েবসাইট"-এর উপর ভিত্তি করে নির্মিত।

মালয়ালমে বই: অনুবাদ[সম্পাদনা]

  • থাকাঝি শিবশঙ্কর পিল্লাই । (কে. আয়াপ্পা পানিকারের মনোগ্রাফ)। কোট্টায়াম : ডিসি বুকস, ১৯৯২।
  • জানু । (মেনন মারাঠের উপন্যাস)। ত্রিশুর : কেরালা সাহিত্য আকাদেমি, ২০০৩।
  • ভাঞ্চনা । (হ্যারল্ড পিন্টারের নাটক : বিশ্বাসঘাতকতা ). ত্রিভান্দ্রম : চিন্তা পাবলিশার্স, ২০০৮।
  • উনমেশাদিনাঙ্গল । (লরেন্ট গ্রাফের উপন্যাস হ্যাপি ডেজ)। কোট্টায়াম : ডিসি বুকস, ২০১০।
  • কাজিঞ্জা কালাঙ্গাল । (হ্যারল্ড পিন্টারের নাটক ওল্ড টাইমস) ত্রিভান্দ্রম: চিন্তা পাবলিশার্স, ২০১০।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Dutt, Kartik Chandra (১৯৯৯)। Who's who of Indian Writers, 1999: A-MSahitya Akademi। পৃষ্ঠা 220। আইএসবিএন 9788126008735 
  2. In their own voice: The Penguin anthology of contemporary Indian women poets। Penguin Books। ১৯৯৩। পৃষ্ঠা 251। আইএসবিএন 9780140156430 
  3. "'Njandukalude Naattil Oridavela' borrows it's [sic] title from literature!"The Times of India। ২ সেপ্টেম্বর ২০১৭। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০২০ 
  4. Ramesh, Rasika (২৩ মে ২০১০)। "Teacher, Writer and Cancer Fighter"। Yentha.com। ১৯ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২ 
  5. "Dr.Chandrika Balan"www.chandrikabalan.com। ২৫ মে ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৫-২৫ 
  6. "Alumni Awards"। Alumni Association of St. Berchmans College, Kuwait Chapter। ২৪ জুলাই ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২ 
  7. "Rooted in reality"The Hindu। ৪ আগস্ট ২০০৭। ২৩ নভেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ আগস্ট ২০১২ 
  8. "Earthen Lamp Journal"। ১৩ ডিসেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০১৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:Malayalam Literature