গ্রেটার সিয়াটিক নচ
অবয়ব
গ্রেটার সিয়াটিক নচ | |
---|---|
![]() লাল বর্ণে চিহ্নিত গ্রেটার সিয়াটিক নচ (কোমরের অস্থিসমূহ) | |
লাতিন | Incisura ischiadica major |
টিএ | A02.5.01.009 |
শাভিম | FMA:16902 |
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা |
গ্রেটার সিয়াটিক নচ হল ইলিয়ামের একধরনের নীচু খাঁজ বা অবদমিত অংশ। এটি শ্রোণিচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এর উপরে পশ্চাদবর্তী নিম্ন ইলিয়াক স্পাইন ও নীচে ইস্চিয়াল স্পাইন অবস্থান করছে। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এটিকে খাঁজ থেকে গহ্বরে পরিণত করেছে যার নাম গ্রেটার সিয়াটিক ফোরামেন।
স্ত্রীলোকের ক্ষেত্রে (৭৪.৪°) পুরুষদের (৫০.৪°) তুলনায় এটি চওড়া হয়।[১]
তথ্যসূত্র
[সম্পাদনা]বহিঃসংযোগ
[সম্পাদনা]
উইকিমিডিয়া কমন্সে গ্রেটার সিয়াটিক নচ সংক্রান্ত মিডিয়া রয়েছে।
- সানি ডাউনস্টেট মেডিকেল সেন্টারে শারীরস্থান চিত্র:42:os-0110 - The Male Perineum and the Penis: Osteology"
- সানি ডাউনস্টেট মেডিকেল সেন্টারে শারীরস্থান চিত্র:44:st-0708 - "The Male Pelvis: Hip Bone"