গ্রেইস ক্যাসেডি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রেইস ক্যাসেডি
জন্ম
গ্রেইস মে ক্যাসেডি

(1993-03-24) মার্চ ২৪, ১৯৯৩ (বয়স ৩১)
মাতৃশিক্ষায়তনগোল্ডস্মিথস, ইউনিভার্সিটি অফ লন্ডন আরএডিএ
পেশাঅভিনেত্রী
কর্মজীবন২০০৫ - বর্তমান
আত্মীয়রাফেই ক্যাসেডি (বোন)
ফিনি ক্যাসেডি (ভাই)
মোসি ক্যাসেডি (ভাই)
রিডলি ক্যাসেডি (ভাই)

গ্রেইস ক্যাসেডি (জন্ম ২৪ মার্চ ১৯৯৩) একজন ব্রিটিশ অভিনেত্রী। তিনি টুমরোল্যান্ড চলচ্চিত্রে এ্যাথিনা চরিত্রে অভিনয় করা রাফেই ক্যাসেডির বড় বোন। শিশুশিল্পী হিসেবে তার শুরু বিবিসি ওয়ান এর নাটক দ্য চেজ (২০০৬-২০০৭),, সিবিবিসি’র সিরিজ গ্রান্জ হিল (২০০৭-২০০৮), এবং আইটিভি’র সোপ অপেরা এমারডেল (২০০৯–২০১২) এ অভিনয়ের মাধ্যমে।

পেশাজীবন[সম্পাদনা]

এখন পর্যন্ত তার সবচেয়ে উল্লেখযোগ্য কাজ হলো বিবিসির গ্রান্জ হিলে র‍্যাচেল টাওয়ার্স চরিত্রে অভিনয়। বিগত বছরগুলোতে তিনি দ্য স্ট্রিট, দ্য চেজ এবং মেরিয়ান এগেইনসহ বেশকিছু টিভি ধারাবাহিকে গৌণ ভূমিকায় অভিনয় করেছেন। এছাড়াও ক্যাসেডি ক্যাজুয়ালটি ১৯০৯-এ অতিথি শিল্পী হিসেবে এবং ড্রামা সিরিজ ক্যাজুয়ালটিতে তার ভাই মোসি ক্যাসিডির সাথে স্বল্প সময়ের জন্য অভিনয় করেন, যা ছিল তার ভাইয়ের টিভিতে প্রথম অভিনয়।

ক্যাসেডি এমারডেল-এ ২০০৯ সালের প্রারম্ভে অংশগ্রহণ করেন।[১] ২০১২ সালের ২৮ এপ্রিল, তিনি এমারডেল থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন।[২]

চলচ্চিত্র[সম্পাদনা]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র টীকা
২০১৬ দ্য লোনলি ইটালিয়ান ক্যাফে প্যাট্রন

টেলিভিশন[সম্পাদনা]

বছর শিরোনাম চরিত্র টীকা
২০০৫ ম্যারিয়ান, এগেইন এসমে বেভান ২-খণ্ডের সিরিজ
২০০৬–২০০৭ দ্য চেইজ হ্যারিয়েট জনসন/ডেবোরা জনসন ১০ পর্বের
২০০৭–২০০৮ গ্রান্জ হিল র‍্যাচেল টাওয়ার্স ১০ পর্বের
২০০৭ দ্য স্ট্রিট কারমেল হ্যানলি পর্ব: “ট্যাক্সি”
২০০৯ ক্যাজুয়ালটি ১৯০৯ টিনেজ মেয়ে ১ পর্ব
২০০৯–২০১২ এমারডেল হান্নাহ (ম্যাটি) বার্টন ২১৬ পর্বের
২০১২ ক্যাসুয়ালটি জোডি রস পর্ব: “দ্য ব্লেইম গেইম”
২০১৫ ফাদার ব্রাউন সিমোন মুরেই পর্ব: “দ্য সাইন অফ দ্য ব্রোকেন সোর্ড”

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Emmerdale: Introducing the Bartons"ITV Press Centreitv.com। ৫ জুন ২০০৯। ১১ জুন ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ মে ২০১২ 
  2. "Goodbye Grace"itv.com। ২৮ এপ্রিল ২০১২। ২৬ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ এপ্রিল ২০১২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]