গ্রুব-ছেন-কুন-দ্গা'-ব্লো-গ্রোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রুব-ছেন-কুন-দ্গা'-ব্লো-গ্রোস (ওয়াইলি: grub chen kun dga' blo gros) (১৩৬৫-১৪৪৩) তিব্বতের র্ত্সে-ছেন (ওয়াইলি: rtse chen) বৌদ্ধবহারের প্রধান ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

গ্রুব-ছেন-কুন-দ্গা'-ব্লো-গ্রোস ১৩৬৫ খ্রিষ্টাব্দে মধ্য তিব্বতের বিস্তীর্ণ অঞ্চল শাসনকারী শার-খা-পা (ওয়াইলি: shar kha pa) পরিবারগোষ্ঠীতে জন্মগ্রহণ করেন। আট বছর বয়সে তিনি ব্লা-মা-দাম-পা-ব্সোদ-নাম্স-র্গ্যাল-ম্ত্শান নামক সা-স্ক্যা ধর্মসম্প্রদায়ের চতুর্দশ সা-স্ক্যা-খ্রি-'দ্জিনন্যা-দ্বোন-কুন-দ্গা'-দ্পাল নামক জো-নাং ধর্মসম্প্রদায়ের পন্ডিতের নিকট দীক্ষাগ্রহণ করেন। ন্যা-দ্বোন-কুন-দ্গা'-দ্পাল তাকে অভিধর্ম, মধ্যমক, মার্গফলকালচক্র সম্বন্ধে শিক্ষাদান করেন। তিনি ফ্যোগ্স-লাস-র্নাম-র্গ্যাল নামক জো-নাং ধর্মসম্প্রদায়ের বিখ্যাত পন্ডিতের নিকট কালচক্র ও র্গ্যাল-বা-জো-ব্জাং (ওয়াইলি: rgyal ba jo bzang) নামক জো-নাং বৌদ্ধবিহারের একাদশ প্রধানের নিকট বিমলপ্রভা টীকাভাষ্য সম্বন্ধে অধ্যয়ন করেন। ১৩৮৬ খ্রিষ্টাব্দে তিনি র্ত্সে-ছেন (ওয়াইলি: rtse chen) বৌদ্ধবহারের প্রধান হিসেবে নিযুক্ত হন। তিনি এই সময় শার-খা-পা পরিবারগোষ্ঠীর মধ্যে চলমান বিবাদ ও যুদ্ধের মধ্যস্থতা করে দুই তিন বছরের জন্য শান্তি ফিরিয়ে আনতে সক্ষম হন। তার প্রধান শিষ্য ছিলেন 'জাম-দ্ব্যাংস-দ্কোন-ম্ছোগ-ব্জাং-পো[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Stearns, Cyrus (আগস্ট ২০০৮)। "Drubchen Kunga Lodro"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-২৬