বিষয়বস্তুতে চলুন

গ্রন্থভীতি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ছিন শি হুয়াং, প্রথম চীনা সম্রাট, কনফুসিয়ান ধারণার ভয়ে ব্যাপকভাবে বই ধ্বংস করার নির্দেশ দিয়েছিলেন।[]

গ্রন্থভীতি , বইভীতি বা বিবলিওফোবিয়া হল বইপুস্তকা কিংবা গ্রন্থাদির প্রতি ভয় বা ঘৃণা। এই ধরনের ভীতি অধিকাংশ ক্ষেত্রেই সমাজ বা সংস্কৃতির উপর বইয়ের প্রভাবের আশঙ্কা থেকে উদ্ভূত হয়।[]: গ্রন্থভীতি থেকে প্রায়শই বিবাচন (সেন্সরশিপ) এবং বই পোড়ানোর মত ঘটনা ঘটে থাকে। গ্রন্থভীতি এবং গ্রন্থপ্রীতি পরস্পর বিপরীতার্থক শব্দ।

ইতিহাস

[সম্পাদনা]

১৯৯৯ সালে বির্কবেক কলেজে ম্যাথিউস লেকচারে টম শিপলি মধ্যযুগে গ্রন্থভীতি নিয়ে আলোচনা করেন।এটি তখনই ঘটেছিল যখন শিক্ষিত পেশাগুলি, যেমন গির্জার পাদরি এবং পাদরিদের সাহায্যকারী কর্মচারীরা ধর্মীয় এবং আইনী নথির মতো বিভিন্ন পাঠ্যের আদেশ দিয়ে নিরক্ষর জনসাধারণকে শোষণ ও আতঙ্কিত করেছিল। তিনি দ্য পার্ডনার্স টেল-এর মতো অ্যাংলো-স্যাক্সন সাহিত্যকর্ম থেকে উদাহরণ টেনে এটি চিত্রিত করেছেন।[]

আরও দেখুন

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Oxford English Dictionary, ২০১৪ 
  2. Jackson, Holbrook (১৯৩২), The Fear of Books, University of Illinois Press, আইএসবিএন 9780252070402 
  3. Shippey, Tom (২০০১), Bibliophobia: hatred of the book in the Middle Ages, Birkbeck College 

আরও পড়ুন

[সম্পাদনা]
  •  ডিবডিন, থমাস (১৮৩২), Bibliophobia, এইচ. বন