গ্যাগ-স্তোন-সাংস-র্গ্যাল-দ্পাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্যাগ-স্তোন-সাংস-র্গ্যাল-দ্পাল (ওয়াইলি: g.yag ston sangs rgyas dpal) (১৩৪৮-১৪১৪) সা-স্ক্যা বৌদ্ধ ধর্মসম্প্রদায়ের একজন বিখ্যাত তিব্বতী বৌদ্ধ পণ্ডিত ছিলেন।

সংক্ষিপ্ত জীবনী[সম্পাদনা]

গ্যাগ-স্তোন-সাংস-র্গ্যাল-দ্পাল ১৩৪৮ খ্রিষ্টাব্দে তিব্বতের 'ফ্রাং নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল র্ত্সে-থাং-গি-ছেন-পো-ব্যাং-ছুব-রিন-ছেন (ওয়াইলি: rtse thang gi chen po byang chub rin chen)। তিনি গ্সাং-ফু (ওয়াইলি: gsang phu) নামক বৌদ্ধবিহারে কুন-দ্গা'-দ্পাল (ওয়াইলি: kun dga' dpal) নামক শিকশকের নিকট বু-স্তোন-রিন-ছেন-গ্রুব রচিত প্রজ্ঞাপারমিতা বিষয়ক টীকাভাষ্য সম্বন্ধে অধ্যয়ন করেন। পরবর্তীকালে তিনি প্রজ্ঞাপারমিতার ওপর ব্যুৎপত্তির জন্য বিখ্যাত হন। তার উল্লেখযোগ্য শিষ্য ছিলেন রোং-স্তোন-শেস-ব্যা-কুন-রিগমুস-ছেন-সেম্স-দ্পা'-ছেন-পো-দ্কোন-ম্ছোগ-র্গ্যাল-ম্ত্শান[১]

রচনা[সম্পাদনা]

তিনি ষষ্ঠ সা-স্ক্যা-খ্রি-'দ্জিন ছোস-র্জে-সা-স্ক্যা-পান-ডি-তা-কুন-দ্গা'-র্গ্যাল-ম্ত্শান রচিত ৎশাদ-মা-রিগ্স-পা'ই-গ্তের (ওয়াইলি: Tshad ma rigs pa'i gter) নামক গ্রন্থের ওপর গ্যাগ-তিক-রিগ্স-পা'ই-'ওদ-স্তোং-'ফ্রো-বা (ওয়াইলি: g.yag tik rigs pa'i 'od stong 'phro ba) নামক টীকাভাষ্য রচনা করেন। তিনি অভিসময়ালঙ্কারের ওপর ম্ঙ্গোন-র্তোগ্স-র্গ্যান-'গ্রেল-পা-রিন-ছেন-ব্সাম-'ফেল-দ্বাং-র্গ্যাল (ওয়াইলি: mngon rtogs rgyan 'grel pa rin chen bsam 'phel dbang rgyal) নামক আট খন্ডের বিখ্যাত টীকাভাষ্য রচনা করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Townsend, Dominique (ফেব্রুয়ারি ২০১০)। "Yakton Sanggye Pel"The Treasury of Lives: Biographies of Himalayan Religious Masters। সংগ্রহের তারিখ ২০১৪-০৪-১৮ 

আরো পড়ুন[সম্পাদনা]

  • Dreyfus, Georges. 1997. Recognizing Reality: Dharmakirti's Philosophy and Its Tibetan Interpretations. New York: SUNY.
  • Roerich, George, trans. 1976. The Blue Annals. Delhi: Motilal Banarsidas, pp. 339 ff.