গোলকুণ্ডা এক্সপ্রেস
সংক্ষিপ্ত বিবরণ | |||||
---|---|---|---|---|---|
পরিষেবা ধরন | দ্রুতগতি | ||||
স্থান | তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ | ||||
বর্তমান পরিচালক | দক্ষিণ-মধ্য রেল | ||||
যাত্রাপথ | |||||
শুরু | গুন্টার | ||||
শেষ | সেকান্দ্রাবাদ জংশন | ||||
ভ্রমণ দূরত্ব | ৩৮৫ কিমি (২৩৯ মা) | ||||
যাত্রার গড় সময় | ৮ ঘণ্টা ১৫ মিনিট | ||||
পরিষেবার হার | প্রত্যহিক | ||||
রেল নং | 17201 / 17202 | ||||
যাত্রাপথের সেবা | |||||
শ্রেণী | AC Chair Car, Second Sitting, Unreserved | ||||
আসন বিন্যাস | হ্যাঁ | ||||
ঘুমানোর ব্যবস্থা | না | ||||
কারিগরি | |||||
ট্র্যাক গেজ | ১,৬৭৬ মিলিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি) | ||||
পরিচালন গতি | ৪৬.৯১ কিমি/ঘ (২৯.১৫ মা/ঘ) average with halts | ||||
|
গোলকুন্ডা এক্সপ্রেস তেলেঙ্গানার সেকান্দরাবাদ এবং অন্ধ্রপ্রদেশের গুন্টুর মধ্যে চলমান একটি আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন । ১৭২০১/১৭২০২ নম্বরযুক্ত এই ট্রেনটি ইন্ডিয়ার দক্ষিণ মধ্য রেলওয়ের অন্তর্ভুক্ত । এই ট্রেনটি একটি সাধারণ গতির চলমান ট্রেন যা ৮ ঘণ্টায় ৩৮৩ কি.মি. অতিক্রম করে থাকে যেহেতু এটি প্রতিটি স্টপেজে থামে ।
নামকরণ
[সম্পাদনা]এই ট্রেনটির নামকরণ হায়দ্রাবাদের ঐতিহাসিক গোলকুন্ডা ফোর্ট এর নাম অনুসারে করা হয় । এটি হায়দ্রাবাদে অবস্থিত অন্যতম গুরুত্বপূর্ণ একটি দুর্গ যা কুতুব শাহী রাজবংশ দ্বারা নির্মিত হয়েছিলো ।
রেকর্ডস
[সম্পাদনা]১৯৭৩ সালে, এই ট্রেনটি ভারতের দ্রুততম বাষ্পচালিত ট্রেন ছিল ।[১]
গমনপথ
[সম্পাদনা]এই ট্রেনটি বিজয়ওয়াড়া, ওয়ারাঙ্গল এবং কাজিপেট এর মধ্য দিয়ে চলাচল করে । ট্রেনটি সকাল ৫:৪৫ ঘটিকায় গুন্টুর ত্যাগ করে এবং ১৩:৪৫ ঘটিকায় সেকেন্দ্রাবাদ পৌঁছায় । ফিরতি পথে ট্রেনটি ১৩:০৫ ঘটিকায় সেকেন্দ্রাবাদ থেকে ছেড়ে আসে এবং ২১:২০ এ গুন্টুর এসে পৌঁছায় ।[২]
লাইনচ্যুতি
[সম্পাদনা]২ জুলাই ২০০৩ সকালে সেকেন্দ্রাবাদগামী গোলকুন্ডা এক্সপ্রেসের অংশ বিশেষ ওয়ারাঙ্গলের কাছাকাছি একটি সেতু থেকে পড়ে যায়, এতে অন্তত ২১ জনের মৃত্যু হয় ।[৩][৪] ১৯৯৯ সালে ট্রেনটি অন্ধ্রপ্রদেশের ওয়ারাঙ্গল জেলার ঘানপুর স্টেশনের কাছাকাছি লাইনচ্যুত হয়েছিলো ।[৫]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Bryan Morgan (১৯৮৫), The Great Trains, Rh Value Publishing, পৃষ্ঠা 206
- ↑ "Golconda Express Train 17202"। cleartrip.com। ১৫ মার্চ ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 04 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Golconda Express toll rises to 21"। Rediff। 3 July 2003। সংগ্রহের তারিখ 04 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ V Subrahmanyam and D Krishna Reddy (2 July 2003)। "Golconda Express derails, 18 dead"। সংগ্রহের তারিখ 04 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Gautami Express fire: Warangal district witness to many train accidents"। Times of India। 3 August 2008। ২৫ অক্টোবর ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 04 March 2016। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)