গৃহকাতরতা
গৃহকাতরতা বলতে কোনও ব্যক্তি নিজগৃহ থেকে দূরে অবস্থান করার কারণে যে মানসিক বেদনা বা যন্ত্রণার শিকার হয়, তাকে বোঝায়।[১] নিজের ঘর ও অনুরক্তিমূলক বস্তুসমূহ নিয়ে চিন্তাভাবনায় আচ্ছন্ন থাকা এই মানসিক অবস্থাটির প্রধান সংজ্ঞানাত্মক লক্ষণ।[২] এই অবস্থায় ভুক্তভোগী ব্যক্তিরা সাধারণত বিষণ্ণতা ও উদ্বেগের মিশ্র কিছু উপসর্গ অনুভব করেন, আচরণগতভাবে নিজেকে গুটিয়ে নেন এবং গৃহ ব্যতীত অন্য কোনও বিষয়ে মনোযোগ দেওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়ে। [৩][৪][৫] গৃহকাতরতা শিশু ও প্রাপ্তবয়স্ক উভয়ের মধ্যে পরিলক্ষিত হতে পারে।[৬] ভুক্তভোগী ব্যক্তিটি গৃহের কাছের কোনও স্থানে গমন করলে, কিংবা সুদীর্ঘকাল ভ্রমণ করলে কিংবা সম্পূর্ণ ভিন্ন কোনও দেশে গমন করলে এরূপ অনুভূতি অনুভব করতে পারে।[৬]
গৃহকাতরতা মৃদু হলে সেটি সামলে ওঠার দক্ষতার বিকাশে সহায়ক হতে পারে এবং সুস্থ অনুরক্তিমূলক আচরণে (যেমন ভালবাসার ব্যক্তিদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করা) উৎসাহ প্রদান করতে পারে।[৭] বাস্তবপক্ষে প্রায় সব ব্যক্তিই গৃহ থেকে দূরে থাকলে সেখানকার কোনও কিছুর অভাব অনুভব করে। তাই গৃহকাতরতা একটি সর্বজনীন অভিজ্ঞতা।[৮] তবে তীব্র গৃহকাতরতা যন্ত্রণাদায়ক হতে পারে ও মানসিকভাবে কাউকে দুর্বল করে ফেলতে পারে।[৯][১০]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Kerns, Brumariu, Abraham. Kathryn A., Laura E., Michelle M.(2009/04/13). Homesickness at summer camp. Merrill-Palmer Quarterly, 54.
- ↑ Thurber, C.A. & Walton, E.A. (2007). Preventing and treating homesickness. Pediatrics, 119, 843–858.
- ↑ Thurber, C.A., Sigman, M.D., Weisz, J.R., & Schmidt, C.K. (1999). Homesickness in preadolescent and adolescent girls: Risk factors, behavioral correlates, and sequelae. Journal of Clinical Child Psychology, 28, 185–196.
- ↑ Thurber, C.A. (1999). The phenomenology of homesickness in boys. Journal of Abnormal Child Psychology, 27, 125–139.
- ↑ Fisher, S. (1989). Homesickness, Cognition, and Health. Hove, UK: Lawrence Erlbaum.
- ↑ ক খ Gismondi, Melissa J. (২০২০-১১-১৮)। "You Can't Run Away from Homesickness"। The Walrus (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-১১-২২।
- ↑ Thurber, C.A. & Weisz, J.R. (1997). "You Can Try or You Can Just Give Up": The impact of perceived control and coping style on childhood homesickness. Developmental Psychology, 33, 508–517.
- ↑ van Tilburg, M.A.L. & Vingerhoets, A. (Eds.) (1997). Acculturation stress and homesickness. Tilburg, The Netherlands: Tilburg University Press.
- ↑ Thurber, C.A. & Walton, E.A. (2012). Homesickness and adjustment in university students. Journal of American College Health, 60, 1–5.
- ↑ Fisher, S. & Hood, B. (1987). The stress of the transition to university: A longitudinal study of psychological disturbance, absent-mindedness and vulnerability to homesickness. British Journal of Psychology, 78, 425–441.