বিষয়বস্তুতে চলুন

গুল বর্ধন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গুল বর্ধন (১৯২৮ - ২৯ নভেম্বর ২০১০) ছিলেন একজন স্বনামধন্য নৃত্য পরিকল্পনাকার এবং থিয়েটার ব্যক্তিত্ব। তিনি ভারতের মধ্য প্রদেশের রাজধানী ভূপাল বা ভোপাল -এ বসবাস করতেন। তিনি প্রধানত ব্যালে নৃত্যের সাথে যুক্ত ছিলেন। তিনি ইন্ডিয়ান পিপলস থিয়েটার অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত ছিলেন। তিনি ছিলেন লিটল ব্যালে ট্রুপ -এর যুগ্ম প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন। লিটল ব্যালে ট্রুপ হল ১৯৫২ সালে বোম্বাই (বর্তমান ভারতের মুম্বাই শহর) শহরে প্রতিষ্ঠিত একটি নাচ এবং পুতুল নাচ কোম্পানি।[] প্রাথমিকভাবে গুল বর্ধন -এর স্বামী শান্তি বর্ধন এই লিটল ব্যালে ট্রুপ -এর পরিচালনার দায়িত্বে ছিলেন।

১৯৫৪ সালে দুর্ভাগ্যবশত শান্তি বর্ধন -এর জীবন অবসান হয়। তার স্বামীর মৃত্যুর পরে গুল বর্ধন লিটল ব্যালে ট্রুপ -এর পরিচালনার দায়ভার নিজের হাতে তুলে নেন এবং অত্যন্ত দক্ষতার সাথে লিটল ব্যালে ট্রুপ -কে উজ্বল ভবিষ্যতের দিকে চালিত করতে থাকেন।[][] পরবর্তীকালে লিটল ব্যালে ট্রুপ -এর নাম পরিবর্তিত হয় এবং নতুন নাম রাখা হয় রঙ্গশ্রী লিটল ব্যালে ট্রুপ। গুল বর্ধন ও তার রঙ্গশ্রী লিটল ব্যালে ট্রুপ পৃথিবীর বিভিন্ন দেশে অনুষ্ঠান করেন। নৃত্যকলার ক্ষেত্রে তারা বিশেষ জনপ্রিয়তা ও খ্যাতি অর্জ‌ন করেন।[] গুল বর্ধন সংগীত নাটক একাডেমি পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার পেয়েছেন। ২০১০ সালে ভারত সরকারের পক্ষ থেকে তাকে ভারতের চতুর্থ সর্বোচ্চ অসামরিক পুরস্কার পদ্মশ্রী পুরস্কার -এ সম্মানিত করা হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Nair, Shashidharan (১০ ডিসেম্বর ২০১০)। "To Guldi with love"The Hindu। ১৬ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩ 
  2. Ramanath, Renu (২১ মে ২০১১)। "A dazzling piece preserved from the past"। Narthaki। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩ 
  3. Chkrvorty, Runa (২০০৭)। "An affair with dance"। Harmony India। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩ 
  4. "Press note" (পিডিএফ)। Ministry of Home Affairs, Government of India। ২৫ জানুয়ারি ২০১০। ৩ ফেব্রুয়ারি ২০১৩ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩