গুলেবাগাবলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(গুলেবাগাবালি থেকে পুনর্নির্দেশিত)
গুলেবাগাবলী
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালককল্যাণ
প্রযোজককোটাপদি জে. রাজেশ
রচয়িতাকল্যাণ
শ্রেষ্ঠাংশে
সুরকারবিবেক–মারভিন
চিত্রগ্রাহকআর. এস. আনন্দকুমার
সম্পাদকবিজয় ভেলুকুট্টি
প্রযোজনা
কোম্পানি
কেজেআর স্টুডিওজ
পরিবেশকমিশ্রী এন্টারপ্রাইজেস
মুক্তি
  • ১২ জানুয়ারি ২০১৮ (2018-01-12)
দেশভারত
ভাষাতামিল

গুলেবাগাবলী (উচ্চারিত [ɡuleːbaɡaːʋali]) হলো ২০১৮ সালের একটি ভারতীয় তামিল ভাষার ডাকাতি–মারপিটধর্মী–হাস্যরসাত্মক চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন কল্যাণ এবং প্রযোজনা করেছেন কোটাপদি জে. রাজেশ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রভু দেবা এবং হংসিকা মোটবানী,[১] এছাড়াও রয়েছেন রেবতী, রামদোস, আনন্দরাজ, যোগী বাবু প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৮ সালের ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়ে[সম্পাদনা]

  • প্রভু দেবা — বদ্রী
  • হংসিকা মোটবানী — ভিজি
  • রেবতী — মাশা
  • রামদোস — মুনিশ
  • আনন্দরাজ — মুনিশের বস
  • রাজেন্দ্রন — আন্নাচি
  • সত্যান — মায়িলভাগানম
  • মনসুর আলি খান — নাম্বি
  • যোগী বাবু — পন্নী
  • ভেলা রামমূর্তি — গ্রাম প্রধান
  • মধুসূধন রাও — সম্পথ
  • নলিনীকান্ত — সম্পথের বাবা
  • আম্বানি শঙ্কর — মারি
  • দিব্যা কৃষ্ণন — আন্নাচির স্ত্রী
  • টি.এম. কার্তিক
  • কুল সুরেশ — গাড়ি চালক
  • সুপারগুড সুব্রাহ্মণি
  • বিনোদ সাগর
  • বেবী বৈষ্ণবী
  • নগেন্দ্র প্রসাদ — "গুলেবা" গানে বিশেষ উপস্থিতি

মুক্তি[সম্পাদনা]

চলচ্চিত্রটির তামিলনাড়ুর প্রেক্ষাগৃহের স্বত্ব ৫ কোটি রূপিতে বিক্রি করা হয়েছিল।[২] চলচ্চিত্রটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয় সান টিভির কাছে।[৩]

সাউন্ডট্র্যাক[সম্পাদনা]

গুলেবাগাবলী
বিবেক–মারভিন
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২৪ ডিসেম্বর ২০১৭ (2017-12-24)
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৮:০২
সঙ্গীত প্রকাশনীথিংক মিউজিক ইন্ডিয়া
প্রযোজকবিবেক–মারভিন
বিবেক–মারভিন কালক্রম
ডোরা
(২০১৭)
গুলেবাগাবলী
(২০১৭)
মোহিনী
(২০১৮)
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."গুলেবা"কেইউ. কার্তিকঅনিরুদ্ধ রবিচন্দ্রন, মারভিন সলোমন৪:৩৭
২."সেরামাল পোন্নাল"কেও. শেশাবিবেক–মারভিন, সামিরা ভরদ্বাজ৫:১১
৩."হার্টকুল্লা"পিএ. বিজয়নাকাশ আজিজ, সঞ্জনা দিবাকর৩:৫১
৪."ইউ'র দ্য ওয়ান"কেও. শেশা, ইনো গেঙ্গাইনো গেঙ্গা৪:২৩
মোট দৈর্ঘ্য:১৮:০২

 

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Multiple looks for Prabhudheva, Hansika"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৬ 
  2. "TN theatrical rights" 
  3. "Gulaebaghavali" 

বহিঃসংযোগ[সম্পাদনা]