বিষয়বস্তুতে চলুন

গুলেবাগাবলী

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গুলেবাগাবলী
প্রেক্ষাগৃহে মুক্তির পোস্টার
পরিচালককল্যাণ
প্রযোজককোটাপদি জে. রাজেশ
রচয়িতাকল্যাণ
শ্রেষ্ঠাংশে
সুরকারবিবেক–মারভিন
চিত্রগ্রাহকআর. এস. আনন্দকুমার
সম্পাদকবিজয় ভেলুকুট্টি
প্রযোজনা
কোম্পানি
কেজেআর স্টুডিওজ
পরিবেশকমিশ্রী এন্টারপ্রাইজেস
মুক্তি
  • ১২ জানুয়ারি ২০১৮ (2018-01-12)
দেশভারত
ভাষাতামিল

গুলেবাগাবলী (উচ্চারিত [ɡuleːbaɡaːʋali]) হলো ২০১৮ সালের একটি ভারতীয় তামিল ভাষার ডাকাতি–মারপিটধর্মী–হাস্যরসাত্মক চলচ্চিত্র, যা রচনা ও পরিচালনা করেছেন কল্যাণ এবং প্রযোজনা করেছেন কোটাপদি জে. রাজেশ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রভু দেবা এবং হংসিকা মোটবানী,[] এছাড়াও রয়েছেন রেবতী, রামদোস, আনন্দরাজ, যোগী বাবু প্রমুখ। চলচ্চিত্রটি ২০১৮ সালের ১২ জানুয়ারী প্রেক্ষাগৃহে মুক্তি পায়।

অভিনয়ে

[সম্পাদনা]
  • প্রভু দেবা — বদ্রী
  • হংসিকা মোটবানী — ভিজি
  • রেবতী — মাশা
  • রামদোস — মুনিশ
  • আনন্দরাজ — মুনিশের বস
  • রাজেন্দ্রন — আন্নাচি
  • সত্যান — মায়িলভাগানম
  • মনসুর আলি খান — নাম্বি
  • যোগী বাবু — পন্নী
  • ভেলা রামমূর্তি — গ্রাম প্রধান
  • মধুসূধন রাও — সম্পথ
  • নলিনীকান্ত — সম্পথের বাবা
  • আম্বানি শঙ্কর — মারি
  • দিব্যা কৃষ্ণন — আন্নাচির স্ত্রী
  • টি.এম. কার্তিক
  • কুল সুরেশ — গাড়ি চালক
  • সুপারগুড সুব্রাহ্মণি
  • বিনোদ সাগর
  • বেবী বৈষ্ণবী
  • নগেন্দ্র প্রসাদ — "গুলেবা" গানে বিশেষ উপস্থিতি

মুক্তি

[সম্পাদনা]

চলচ্চিত্রটির তামিলনাড়ুর প্রেক্ষাগৃহের স্বত্ব ৫ কোটি রূপিতে বিক্রি করা হয়েছিল।[] চলচ্চিত্রটির স্যাটেলাইট স্বত্ব বিক্রি করা হয় সান টিভির কাছে।[]

সাউন্ডট্র্যাক

[সম্পাদনা]
গুলেবাগাবলী
বিবেক–মারভিন
কর্তৃক সাউন্ডট্র্যাক অ্যালবাম
মুক্তির তারিখ২৪ ডিসেম্বর ২০১৭ (2017-12-24)
ঘরানাচলচ্চিত্রের সাউন্ডট্র্যাক
দৈর্ঘ্য১৮:০২
সঙ্গীত প্রকাশনীথিংক মিউজিক ইন্ডিয়া
প্রযোজকবিবেক–মারভিন
বিবেক–মারভিন কালক্রম
ডোরা
(২০১৭)
গুলেবাগাবলী
(২০১৭)
মোহিনী
(২০১৮)
ট্র্যাক তালিকায়ন
নং.শিরোনামগীতিকারসঙ্গীতশিল্পীদৈর্ঘ্য
১."গুলেবা"কেইউ. কার্তিকঅনিরুদ্ধ রবিচন্দ্রন, মারভিন সলোমন৪:৩৭
২."সেরামাল পোন্নাল"কেও. শেশাবিবেক–মারভিন, সামিরা ভরদ্বাজ৫:১১
৩."হার্টকুল্লা"পিএ. বিজয়নাকাশ আজিজ, সঞ্জনা দিবাকর৩:৫১
৪."ইউ'র দ্য ওয়ান"কেও. শেশা, ইনো গেঙ্গাইনো গেঙ্গা৪:২৩
মোট দৈর্ঘ্য:১৮:০২

 

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Multiple looks for Prabhudheva, Hansika"The New Indian Express। সংগ্রহের তারিখ ২০২২-০৬-২৬ 
  2. "TN theatrical rights" 
  3. "Gulaebaghavali" 

বহিঃসংযোগ

[সম্পাদনা]